মেহেনাস তাব্বাসুম শেলি রোম প্রতিনিধিঃ ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজি মো. ইদ্রিস ফরাজীর নামে মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে নাপোলির কাসানদ্রিনোতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধো জুবায়েদ উল্লাহর (মাষ্টার) সভাপতিত্বে ও কাসানদ্রিনো শাখা আওয়ামী লীগ সভাপতি আকবর শেখের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নাপোলি মহানগর সভাপতি এস্কাদার আলী, বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন নাপোলি আওয়ামী লীগ নেতা আর এস রাজিব, কাসানদ্রিনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মিজান, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন সরকার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন কাজী জাকির হোসেন, আলী ঢালী, সুমন, দুদু মিয়া, সোহাগ আহমেদ, পারভেজ মিয়া, রাসেল আকন, আরিফ দেওয়ান, রাসেল আহমেদ, আতিক, লাভলু প্রমুখ।