মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ মন্তেভেরদে সামাজিক সংগঠনের মধ্যে অন্যতম দোহার ঐক্য পরিষদ। দোহার ঐক্য পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠিত হয়েছে। মন্তেভেরদে প্রবাসীদের মিলনকেন্দ্র একটি হলরুমে এই ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠিত হয়।
দোহার ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হামিদুর রহমান বুলেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মাঝির প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবিব মকদম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, মন্তেভেরদে ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রইস উদ্দিন রকিব, সানপাওলো সামাজিক সংগঠনের সভাপতি শাহীন সুমন, যুবলীগ নেতা ইমরান মাতবর, সাদ্দাম হোসেন প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা বাশার হোসেন, সারোয়ার হোসেন, শেখ সোহেল, সোহেল মাঝি, মুস্তাক ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি রুহুল বেপারী, সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ, সজল মাঝি, চঞ্চল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল খান, সাংগঠনিক সম্পাদক ভুলু শিকদার, প্রচার সম্পাদক মিঠু, সোহেল রানা, জাকির ভূইয়া, সহআরো অনেকেই।
ঐদিন সময়ের সাথে পাল্লা দিয়ে প্রবাসীদের সব পথ এসে যেন মিশেছিল মন্তেভেরদে হলরুমে। ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের সুধীজনের অংশগ্রহনে ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠান প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়। ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালন করেন। অনুষ্ঠানে অংশ নিতে নিতে প্রবাসীরা মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে।
আলোচনা সভায় বক্তারা বলেন,পদ পদবী নয় সংগঠনে থেকে দোহার বাসী তথা মানুষের সেবা করাই আমাদের মূল উদ্দ্যেশ্য। তারা বিগত বছরে সংগঠনের সেবামূলক বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত করার আকাংখা ব্যক্ত করেন। তারা সংগঠনে সদস্যদের মাঝে কোন ধরনের রাজনৈতিক সংকীর্ণতায় না থেকে দোহার প্রবাসীদের স্বার্থে একযোগে কাজ করার আহবান জানান।
পরিশেষে সভাপতি হামিদুর রহমান বুলেট ও সাধারন সম্পাদক জুয়েল মাঝি আলোচনা সভায় সংগঠনের সকলের সম্মতিক্রমে তাদের সমাপনি বক্তব্য মাধ্যমে দোহার ঐক্য পরিষদের উপদেষ্টা হিসেবে হাসান ইকবাল ও সহ সভাপতি চঞ্চল মাহমুদদের নাম ঘোষনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।