ইউরোপীয় ইউনিয়নের কমিশন প্রধান উরসুলা ভন ডের লেইন বলেছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন আগামী ‘শরতের আগেই’ প্রস্তুত হতে পারে এবং তা দ্রুত বাজারে আসবে বলে তিনি আশাবাদী।
পশ্চিম ইউরোপের দেশগুলোতে এই ভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলিতে একটি ভ্যাকসিনের কাজ ত্বরান্বিত হয়েছে। যদিও বিভিন্ন স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান ছিল টিকা আবিস্কারের জন্য প্রায় ১৮ মাস সময় লাগবে।
তবে সোমবার ইউরোপীয় ইউনিয়ন, জার্মান ফার্মাসিউটিক্যাল সংস্থা কুরিভ্যাককে ৮০ মিলিয়ন ডলার তহবিল প্রদানের ঘোষণা দেওয়ার পর, উরসোলা ভন ডের লেইন জোর দিয়ে বলেছেন যে, উল্লেখিত ফার্মের সাথে তার আলোচনার পর নির্ধারিত সময়ের অনেক আগেই একটি টিকা প্রস্তুত হতে পারে বলে তিনি দৃঢ় আশাবাদী ।