হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃগত ১৬ ই এপ্রিল ,শনিবার কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ-এর উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইট্সের নবান্ন পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম আসাদুজ্জামান এব পরিচালনায় ও সন্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও নাজমুল আহসান দুলাল ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য গিয়াস উদ্দিন , রাশেদুল আলম , সাজেজুল ইসলাম সুজন , হাফিজুর রহমান , মাসুদুল ইসলাম লিপু ও হালিম চৌধুরী , উপদেষ্টা প্রফেসর ড. মুন্সী মর্তুজা আলী , রফিক আহাম্মেদ মিলু , সহ সভাপতি আনোয়ারা মন্জু , ইফতার কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান , যুগ্ম আহ্বায়ক একেএম এস রহমান , তৈয়ুবুর রহমান , প্রধান সমন্বয়কারী এম কামরুজ্জামান , সমন্বয়কারী আশিক রহমান , সদস্য সচিব আবদুল্লাহ যুবায়ের , যুগ্ম সদস্য সচিব সাজিদ হাসান প্রলয় ,কারিবুল ইসলাম , মহিলা সম্পাদিকা আম্বিয়া বেগম অন্তরা , সাহিত্য সম্পাদক রওশন হাসান , ফেরদৌসী রহমান , আবু হেনা মোস্তফা রয়েল , আসিফ ইকবাল সন্চয় ও অন্যান্য সদস্যবৃন্দ ।
এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার এম আমানউল্লাহ , নুরুজ্জামান সর্দার সভাপতি সেচ্ছাসোবকলীগ যুক্তরাষ্ট্র , মফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জ্যাকসন হাইট্স বিজনেস এসোসিয়েশন , জাফর আহম্মদ সহ সভাপতি ফেনী জেলা সমিতি , এইচএম ইকবাল সভাপতি ব্রাক্ষন বাড়িয়া জেলা সমিতি , মনিরুল ইসলাম দিপু সভাপতি কুমিল্লা জেলা সমিতি ,তরিকুল ইসলাম বাদল সভাপতি যশোর জেলা সমিতি , ইমরুল কায়েস সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা সমিতি , আব্দুল মালেক সহ দপ্তর সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ , মনোয়ার হোসেন , সাফায়েত রহমান রোমান , রাসেল রাইয়ান রামিন , ডাক্তার মনিরুল ইসলাম প্রমুখ । খবর বাপসনিউজ।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির বিগত দিনের কার্যক্রমে ভূয়ষী প্রশংসা করেন , বিশেষ করে করোনাকালীন সময়ে কুষ্টিয়ার প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে সেচ্ছাসেবক দিয়ে অক্সিজেন সিলিন্ডার ও খাদ্য পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করেন এবং এ ধরনের কাজ অব্যাহত রাখতে সমিতির সদস্যদের অনুরোধ করেন ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ক্বাজী এম মোজাম্মেল হক । তিনি কুষ্টিয়াবাসী সহ সকলের জন্য দোয়া করেন ।
পরিশেষে সমিতির সভাপতি এম আসাদুজ্জামান সবাইকে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানান এবং সমিতির উন্নয়ণ মূলক কাজ অব্যাহত রাখতে সকল কুষ্টিয়াবাসীকে এক সাথে কাজ করার আহ্বান জানান ।
এছাড়া সমিতির আগামী ৭ ই আগষ্ট রবিবার কর্টোন পয়েন্ট পার্কে বনভোজনের অগ্রীম আমন্ত্রণ জানান ।