মুহাম্মদ হাবিব ঃ
বিরানি, টাকা, ফ্রি যাতায়াত বিহীন বিএনপির গনসমাবেশ জনসমুদ্রে পরিনত হয় প্রতিটি গনসমাবেশ, আজও কুমিল্লার গনসমাবেশ লোকেলোকারন্য।
১০ ডিসেম্বর হবে বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের কর্মপন্থা নির্ধারণ ।
তবে হারলেও বিএনপি জিতলেও বিএনপি। কোথাও পালাবেনা, যেমন দেশনেত্রী বলেছিলেন দেশের বাহিরে আমার কোন ঠিকানা নাই, মরলে ও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ।
তবে আওয়ামীলীগ হারলে তাদের নেতাদের ধারনা ৫ লাখ মারা যাবে, তারা দেশের জন্য নয়? তারা তাদের জান (মাল) অবৈধ সম্পদ রক্ষার জন্য সাধারনের বোকে গুলি চালাবে ।
গুলির সামনে দাঁড়াতে হবে, শত কল্লা হারানোর বাজেট নিয়ে যুদ্ধের পরিকল্পনা করতে হবে, যারা সভা সমাবেশ, সেমিনার সেমপোজিয়ামে শেখ হাসিনার নেতৃত্বে মহাশ্মশানে নিয়ে যাওয়া জাতির স্বার্থে কথা বলছেন তারা একযোগে রাস্তার নামতে হবে।
কথা বললে চিড়া ভিজবেনা, চিড়া ভিজাতে হলে রক্ত লাগবে ! একযোগে রাস্তায় নামুন। বিএনপি হাজার হাজার নেতা কর্মী হারিয়েছে শেখ হাসিনার হিংসাপরায়ন রাজত্বে, খুন গুমে, আহত ও মামলার তালিকা লক্ষ লক্ষ নেতা কর্মী।
দেশের মাটি মানুষ সম্পদ রক্ষা করা শুধু বিএনপির দায়িত্ব কি ? প্রতিটি নাগরিকের দায়িত্ব দেশ বাঁচাও মানুষ বাঁচাও ইসলাম রক্ষার মন্ত্রে একযোগে কাজ করা। প্রতিটি নাগরিকে অর্থ বাংলাদেশ থেকে সরিয়ে বিশ্বের ভিবিন্ন দেশে সরিয়ে নিয়েছে যার মধ্যে অন্যতম কানাডার বেগম পাড়া, সুইজারল্যান্ডের সুইস ব্যাংক, মালেশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।দেশের সম্পদ ফিরিয়ে আনতে আন্দোলন কারিদের পরিকল্পনা (পরিবর্তি সরকারের পরিকল্পনা) জনগনের সামনে পেশ করতে হবে।
শেখ মুজিব দল থেকে মুসলিম বাদ দিয়েছেন,
শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহ সর্বশক্তিমান বাদ দিয়েছ্ন।
লেখকঃ হাজী হাবীব
সাবেক সিনিয়র সহ সভাপতি
জাতিয়তাবাদি দল বিএনপি ফ্রান্স শাখা।