ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ড. মুহাম্মদ ইউনুসের নামে প্যারিসে রাস্তার নামকরণ: একটি গৌরবময় মুহূর্ত বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফ্রান্সের তুলুজে বিশাল সমাবেশ প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরজুড়ে বিক্ষুব্ধ বাংলাদেশ বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ এর মতবিনিময় দেওয়ানবাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলমের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ জনকল্যাণ ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ প্যারিসে অনুষ্ঠিত হলো, ‘রৌদ্র ছায়ায় কবি কন্ঠে কাব্য কথা’ শীর্ষক কবিতায় আড্ডা ফ্রান্স দর্পণ – কমিউনিটি-সংবেদনশীল মুখপত্র এম সি ইন্সটিটিউট ফ্রান্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্যারিসে উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে বৈশাখী মেলা

  • আপডেট সময় ০৬:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার : ফ্রান্সের উবারভিলিয়ে শহরে বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো বৈশাখী মেলা ।  আয়োজনের শুরুতেই এদেশে বড় হয়ে উঠা শিশু কিশোর সহ সবাইকে সাথে নিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্নিল এই শোভাযাত্রায় সকলের সবতস্ফুর্ত অংশগ্রহণ আবারো মনে করিয়ে দিলো ধর্ম বর্ণ  নির্বিশেষে বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব বর্ষবরণ উৎসব , যেখানে বাংগালিরা  খুঁজে পায় সকল প্রাণের উৎস।


২১ মে ২০২৩ রবিবার ফ্রান্সের স্থানীয় সময় দুপুর ৩টায় এই মঙ্গল শোভাযাত্রা শেষ হলে স্থানীয় ভাবে বেড়ে উঠা শিশু কিশোরদের অংশগ্রহণে শুরু হয় চিত্রাংকন প্রতিযোগিতা । বয়সভিত্তিজ দুইটি বিভাগে মোট ৬০জন শিশুকিশোর এই প্রতিযোগিতায় অগশ নেয়। এই প্রতিযোগিতায় শুধু মাত্র বাংলাদেশী বংশদ্ভুত শিশুকিশোরি অংশ নেয়নি, এই শহরে অন্যান্য জাতীগোষ্টীর সন্তানেরাও অংশ নিয়েছে ।
অফিসিয়াল আলোচনার শুরুতেই সংগঠনের সাধার সম্পাদক আহাম্মেদ আলী দুলাল এবং সংগঠনের সভাপতি কিরণ্ময় মণ্ডলের সুচনা বক্তব্য দিয়ে শুরু হয় । এই পর্বে বক্তব্য রাখেন  উবারভিলিয়ে – পন্তার সংসদ সদস্য, মি: ডমিনিক দনদ্রিয়ো  সেবাস্তিয়া লাশো, উবারভিলিয়ে ভাষা ও সাংস্কৃতিক কেন্দের সভাপতি, কার্লোস সামেদু, উবারভিলিয়ের প্রাক্তন ১ম সহকারী মেয়র অন্তনী দাগে, আঞ্চলিক নাট্য পরিষদ পরিচালক ম্যাডাম সেলি পাতে, ভিল দে মুজিক দু মন্ড পরিচালক মি: কামেল আফ্রিদী,  ম্যাডাম জিং ওয়াং, এন্ট্রোপলগ, উবারভিলিয়ে , লা ফন্স আনসুমী সাধারণ সম্পাদক অধ্যাপক গিওম লাসকো।
পরবর্তীতে মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য রাখেন,  উবারভিলিয়ের সহকারী মেয়র ম্যাডাম সানড্রিন ডেজির, সহকারী মেয়র  কউরতুম সাক্কো

বিশেষ অতিথি হিসেবে আরও  উপস্থিত হয়েছিলেন – উবারভিলিয়ের  সহকারী মেয়র ম্যাডাম মনিক বিতো,  লেখক  ভাষাবিদ সভাপতি উবারবাবেল  মি: মিশেল ফাগা, উবারভিলিয়ে মেরী আন্তর্জাতিক বিভাগ পরিচালক মন্ডলীর সদস্য হালফ হোপম্যান ফান্সের কমিউনিস্ট পার্টি উবারভিলিয়ে শহরের সাধারণ সম্পাদক  হোজে।

বাংলাদেশ কমিউনিটি বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে  উপস্থিত ছিলেন ড. অনাদী ভট্টাচার্্যা , সগিত ইপিবি এর সভাপতি ফারুক খান, বৃহত্তম কুমিল্লা জনকল্যান সমিতি ফ্রান্স এর সভাপতি শাহিন আরমান চৌধুরী, শিল্পী আরিফ রানা, বিশিষ্ট কবি আবু জুবায়ের, শিক্ষিকা হাসনাত জাহান, কমিউনিটি ব্যাক্তিত্ব আশরাফুল ইসলাম,  উদয়ন বড়ুয়া, তাপস বড়ুয়া রিপন, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি  ফেরদৌস করিম  আখঞ্জী, সাবেক সভাপতি,  এনায়েত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল, বিসিএফ সভাপতি এমডি নূর,  আইসা প্রেসিডেন্ট ওবাইদুল্লা কয়েস,  ইপিএস কমিউনিটি ফ্রান্সের সেক্রেটারি মাহমুদুল হাসান ইপিএস সহ সভাপতি জুয়েল ডি আর লেলিন, ,গনমাধ্যম কর্মী  মোসাদ্দেক হোসেন সাইফুললুৎফর রহমান বাবু,অনুপম বড়ুয়া টিপু, ইকবাল মাহমুদ জাফর, নাজমুল কবির, বাদল পাল, মাসুদ  আহমেদ,  চৌধুরী মারুফ অমিত  সহ আরও অনেক।

আলোচনা পর্ব শেষে উদীচী পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং উদীচী পরিবারের শিশু কিশোরদের গান, কবিতা, নৃত্য সহ উদীচীর শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয় ।

বর্ষবরণ আয়োজনে অনুষ্ঠান পরিকল্পনা এবং সংগীত পরিচালনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি  শিল্পী রোজী মজুমদার। যন্ত্রানুসঙ্গ নির্দেশনায় সংগঠনের সহ সভাপতি শিল্পী সাগর বড়ুয়া, সহযোগিতায় প্লাসিড শিপন রিবেরিও , নৃত্য পরিকল্পনায় ও নির্দেশনায় নৃত্য সম্পাদক  জি এম শরিফুল ইসলাম, নৃত্য নির্দেশনায় সহযোগীতায় নৃত্যশিল্পী দেবশ্রী চট্টপাধ্যায় সুবর্ণা তালুকদার, নাট্য নির্দেশনায় প্রদীপ কুমার বড়ুয়া টিপু এবং দীপক নিকোলাস গোমাজ, শিশুদের নাট্য নির্দেশনায় রুমানা আফরোজ। আবৃত্তি নির্দেশনায় সহ সাধারণ সম্পাদক শম্পা বড়ুয়া।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলো সহ সাধারণ সম্পাদক শম্পা বড়ুয়া এবং সংগীত বিভাগের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়া মঙ্গল শোভাযাত্রার ব্যাবস্থাপনায় ছিলো মঞ্চ, সাজসজ্জা ও অভ্যার্থনা বিভাগের নির্বাহী সম্পাদক এলান খান চৌধুরী । শিশুদের চিত্রাংগন প্রতিযোগিতা পরিচালনা করেন উত্তম কর্মকার।
এছাড়াও আয়োজনে মঞ্চ সজ্জা এবং অনুষ্ঠান স্থান ব্যাবস্থাপনায় যাঁদের ভূমিকা ছিলো  উপদেষ্টা রজত রায় রাজু, উপদেষ্টা সলিমুল্লাহ সিদ্দীকি রানা, উপদেষ্টা জহীর হোসেন ভুইয়া,  সহ সভাপতি পলাশ বড়ুয়া, সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাওলাদার ,সহ সাধারণ সম্পাদক  সফিকুল ইসলাম রায়হান, সংগঠন বিভাগের নির্বাহী সম্পাদক সম্পাদক দুলাল চন্দ মিশেল, নাট্য বিভাগের নির্বাহী সম্পাদক তপন দাস,  তথ্য ও মিডিয়া বিভাগের নির্বাহী সম্পাদক শুভাশীষ রায় শুভ, সদস্য নাসির উদ্দিন, সমন্বয়ক হিসেবে ছিলেন উদীচী ফ্রান্স সংসদ সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলাল।

বর্ষবরণ অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি কিরন্ময় মণ্ডল ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ড. মুহাম্মদ ইউনুসের নামে প্যারিসে রাস্তার নামকরণ: একটি গৌরবময় মুহূর্ত

প্যারিসে উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে বৈশাখী মেলা

আপডেট সময় ০৬:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩


স্টাফ রিপোর্টার : ফ্রান্সের উবারভিলিয়ে শহরে বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো বৈশাখী মেলা ।  আয়োজনের শুরুতেই এদেশে বড় হয়ে উঠা শিশু কিশোর সহ সবাইকে সাথে নিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্নিল এই শোভাযাত্রায় সকলের সবতস্ফুর্ত অংশগ্রহণ আবারো মনে করিয়ে দিলো ধর্ম বর্ণ  নির্বিশেষে বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব বর্ষবরণ উৎসব , যেখানে বাংগালিরা  খুঁজে পায় সকল প্রাণের উৎস।


২১ মে ২০২৩ রবিবার ফ্রান্সের স্থানীয় সময় দুপুর ৩টায় এই মঙ্গল শোভাযাত্রা শেষ হলে স্থানীয় ভাবে বেড়ে উঠা শিশু কিশোরদের অংশগ্রহণে শুরু হয় চিত্রাংকন প্রতিযোগিতা । বয়সভিত্তিজ দুইটি বিভাগে মোট ৬০জন শিশুকিশোর এই প্রতিযোগিতায় অগশ নেয়। এই প্রতিযোগিতায় শুধু মাত্র বাংলাদেশী বংশদ্ভুত শিশুকিশোরি অংশ নেয়নি, এই শহরে অন্যান্য জাতীগোষ্টীর সন্তানেরাও অংশ নিয়েছে ।
অফিসিয়াল আলোচনার শুরুতেই সংগঠনের সাধার সম্পাদক আহাম্মেদ আলী দুলাল এবং সংগঠনের সভাপতি কিরণ্ময় মণ্ডলের সুচনা বক্তব্য দিয়ে শুরু হয় । এই পর্বে বক্তব্য রাখেন  উবারভিলিয়ে – পন্তার সংসদ সদস্য, মি: ডমিনিক দনদ্রিয়ো  সেবাস্তিয়া লাশো, উবারভিলিয়ে ভাষা ও সাংস্কৃতিক কেন্দের সভাপতি, কার্লোস সামেদু, উবারভিলিয়ের প্রাক্তন ১ম সহকারী মেয়র অন্তনী দাগে, আঞ্চলিক নাট্য পরিষদ পরিচালক ম্যাডাম সেলি পাতে, ভিল দে মুজিক দু মন্ড পরিচালক মি: কামেল আফ্রিদী,  ম্যাডাম জিং ওয়াং, এন্ট্রোপলগ, উবারভিলিয়ে , লা ফন্স আনসুমী সাধারণ সম্পাদক অধ্যাপক গিওম লাসকো।
পরবর্তীতে মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য রাখেন,  উবারভিলিয়ের সহকারী মেয়র ম্যাডাম সানড্রিন ডেজির, সহকারী মেয়র  কউরতুম সাক্কো

বিশেষ অতিথি হিসেবে আরও  উপস্থিত হয়েছিলেন – উবারভিলিয়ের  সহকারী মেয়র ম্যাডাম মনিক বিতো,  লেখক  ভাষাবিদ সভাপতি উবারবাবেল  মি: মিশেল ফাগা, উবারভিলিয়ে মেরী আন্তর্জাতিক বিভাগ পরিচালক মন্ডলীর সদস্য হালফ হোপম্যান ফান্সের কমিউনিস্ট পার্টি উবারভিলিয়ে শহরের সাধারণ সম্পাদক  হোজে।

বাংলাদেশ কমিউনিটি বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে  উপস্থিত ছিলেন ড. অনাদী ভট্টাচার্্যা , সগিত ইপিবি এর সভাপতি ফারুক খান, বৃহত্তম কুমিল্লা জনকল্যান সমিতি ফ্রান্স এর সভাপতি শাহিন আরমান চৌধুরী, শিল্পী আরিফ রানা, বিশিষ্ট কবি আবু জুবায়ের, শিক্ষিকা হাসনাত জাহান, কমিউনিটি ব্যাক্তিত্ব আশরাফুল ইসলাম,  উদয়ন বড়ুয়া, তাপস বড়ুয়া রিপন, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি  ফেরদৌস করিম  আখঞ্জী, সাবেক সভাপতি,  এনায়েত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল, বিসিএফ সভাপতি এমডি নূর,  আইসা প্রেসিডেন্ট ওবাইদুল্লা কয়েস,  ইপিএস কমিউনিটি ফ্রান্সের সেক্রেটারি মাহমুদুল হাসান ইপিএস সহ সভাপতি জুয়েল ডি আর লেলিন, ,গনমাধ্যম কর্মী  মোসাদ্দেক হোসেন সাইফুললুৎফর রহমান বাবু,অনুপম বড়ুয়া টিপু, ইকবাল মাহমুদ জাফর, নাজমুল কবির, বাদল পাল, মাসুদ  আহমেদ,  চৌধুরী মারুফ অমিত  সহ আরও অনেক।

আলোচনা পর্ব শেষে উদীচী পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং উদীচী পরিবারের শিশু কিশোরদের গান, কবিতা, নৃত্য সহ উদীচীর শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয় ।

বর্ষবরণ আয়োজনে অনুষ্ঠান পরিকল্পনা এবং সংগীত পরিচালনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি  শিল্পী রোজী মজুমদার। যন্ত্রানুসঙ্গ নির্দেশনায় সংগঠনের সহ সভাপতি শিল্পী সাগর বড়ুয়া, সহযোগিতায় প্লাসিড শিপন রিবেরিও , নৃত্য পরিকল্পনায় ও নির্দেশনায় নৃত্য সম্পাদক  জি এম শরিফুল ইসলাম, নৃত্য নির্দেশনায় সহযোগীতায় নৃত্যশিল্পী দেবশ্রী চট্টপাধ্যায় সুবর্ণা তালুকদার, নাট্য নির্দেশনায় প্রদীপ কুমার বড়ুয়া টিপু এবং দীপক নিকোলাস গোমাজ, শিশুদের নাট্য নির্দেশনায় রুমানা আফরোজ। আবৃত্তি নির্দেশনায় সহ সাধারণ সম্পাদক শম্পা বড়ুয়া।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলো সহ সাধারণ সম্পাদক শম্পা বড়ুয়া এবং সংগীত বিভাগের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়া মঙ্গল শোভাযাত্রার ব্যাবস্থাপনায় ছিলো মঞ্চ, সাজসজ্জা ও অভ্যার্থনা বিভাগের নির্বাহী সম্পাদক এলান খান চৌধুরী । শিশুদের চিত্রাংগন প্রতিযোগিতা পরিচালনা করেন উত্তম কর্মকার।
এছাড়াও আয়োজনে মঞ্চ সজ্জা এবং অনুষ্ঠান স্থান ব্যাবস্থাপনায় যাঁদের ভূমিকা ছিলো  উপদেষ্টা রজত রায় রাজু, উপদেষ্টা সলিমুল্লাহ সিদ্দীকি রানা, উপদেষ্টা জহীর হোসেন ভুইয়া,  সহ সভাপতি পলাশ বড়ুয়া, সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাওলাদার ,সহ সাধারণ সম্পাদক  সফিকুল ইসলাম রায়হান, সংগঠন বিভাগের নির্বাহী সম্পাদক সম্পাদক দুলাল চন্দ মিশেল, নাট্য বিভাগের নির্বাহী সম্পাদক তপন দাস,  তথ্য ও মিডিয়া বিভাগের নির্বাহী সম্পাদক শুভাশীষ রায় শুভ, সদস্য নাসির উদ্দিন, সমন্বয়ক হিসেবে ছিলেন উদীচী ফ্রান্স সংসদ সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলাল।

বর্ষবরণ অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি কিরন্ময় মণ্ডল ।