দশ বছর পর জন্মভূমিতে ফেরা। স্বপ্ন আশা নিয়ে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের আনন্দ। কিন্তু বাড়ি ফেরার কয়েক ঘন্টা পরেই দুর্ধষ ডাকাতির শিকার হয়ে নির্বাক হয়ে যান ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের ফ্রান্স প্রবাসী আজির উদ্দিন।
তিনি জানান, শুক্রবার রাত ৯টায় পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে যান আজির উদ্দিন। তার ৩টায় ডাকাত দল কলাপসিবল গেইট কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুটপাট শুরু করে।
ডাকাতরা ৭ হাজার ইউরো, প্রায় ২৫ভরি স্বর্ণালঙ্কার, বাংলাদেশি ৪৫ হাজার টাকাসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
ফেঞ্চুগঞ্জ থানার এস আই অমৃত কুমার দেব জানান, পুলিশ প্রবাসী আজির উদ্দিনের বাড়ি পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কাজের ছেলেকে আটক করা হয়েছে।