ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে শিশুবান্ধব উদ্যোগ: উন্মুক্ত স্থানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ “বিশ্ব মোড়লদের চোখ রাঙানি উপেক্ষা করে ইরানের দাঁত ভাঙা জবাব” দক্ষিণ সুরমা থানা সমাজকল্যাণ সংস্থা ফ্রান্স-এর নতুন কমিটি গঠন ফ্রান্সে ভয়াবহ আবাসন সংকট – বাংলাদেশি প্রবাসীদের সামনে নতুন চ্যালেঞ্জ অখণ্ড বাংলাদেশ আন্দোলন’ এর উদ্যোগে “পলাশী ট্র্যাজেডিও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সের সাইন-এ-মার্ন এলাকায় রাস্তায় তরুণীকে ছুরি মেরে আহত করল গৃহহীন যুবক ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত সাফ আয়োজিত “প্যারিসে ৬ষ্ঠ বারের মতো বাণিজ্য মেলা:ঈদ বাজার ২০২৫ ইতালিতে প্রবাসী বাংলাদেশী নাহিদ খুনের ঘটনায় গ্রেপ্তার -১ ইতালিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে ডিসেম্বরের মধ্যেই দেশে নির্বাচনের দাবি রোম মহানগর বিএনপির

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের কাছে কাতার প্রসঙ্গে সৌদির নালিশ!

  • আপডেট সময় ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
  • ৩০৯ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনকে দেয়া এক চিঠিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করলে কাতারে হামলার হুমকি দিয়েছে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বলেন, কাতার যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে, তাহলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া হবে। ফরাসী দৈনিক ল্য মন্দের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, আঞ্চলিক বিভিন্ন সঙ্কট নিয়ে ম্যাক্রোনকে চিঠি দিয়েছেন বাদশাহ সালমান। এতে তিনি প্রতিবেশী দেশ কাতারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে কাতার। দোহার এই উদ্যোগে সৌদি আরব উদ্বিগ্ন। কেননা দেশটি মনে করে, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের নিরাপত্তার জন্য বড় হুমকি। এ বিষয়টি উল্লেখ করে বাদশাহ সালমান কাতারের ওপর চাপ প্রয়োগ করার জন্য ফ্রান্সের প্রতি আহবান জানান। ম্যাক্রোনকে সৌদি বাদশাহ লেখেন, এমন পরিস্থিতিতে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য সৌদি আরব প্রয়োজনে যে কোন পদক্ষেপ নেবে। এমনকি সামরিক ব্যবস্থাও নেয়া হতে পারে।
সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ তুলে গত বছরের ৫ই জুন থেকে কাতারের ওপর আকাশ, নৌ ও স্থল অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত ও মিসর। দেশগুলোর দাবি, কাতার আঞ্চলিক অস্থিরতাকে উস্কে দিচ্ছে। তবে সৌদি জোটের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার। ওই বছরের অক্টোবরে রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয় কাতার। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাতার সফরের সময় দু’দেশ কারিগরি ও সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এ বছরের শুরুতে রাশিয়ায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালুর প্রক্রিয়া বেশ এগিয়েছে।
এদিকে, সৌদি আরবও রাশিয়ার সঙ্গে অস্ত্র কেনার চুক্তি করেছে। গত অক্টোবরে বাদশাহ সালমানের মস্কো সফরের সময় রাশিয়া থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করে সৌদি আরব। কাতারও রাশিয়া থেকে একই প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে। তবে এক্ষেত্রে বেশ কৌশলি অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটি একই সঙ্গে পরস্পরের প্রতিদ্বন্দ্বী দু’দেশের কাছে অস্ত্র বিক্রি করে দক্ষ ব্যবসায়িক মনোভাবের পরিচয় দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে শিশুবান্ধব উদ্যোগ: উন্মুক্ত স্থানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের কাছে কাতার প্রসঙ্গে সৌদির নালিশ!

আপডেট সময় ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনকে দেয়া এক চিঠিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করলে কাতারে হামলার হুমকি দিয়েছে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বলেন, কাতার যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে, তাহলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া হবে। ফরাসী দৈনিক ল্য মন্দের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, আঞ্চলিক বিভিন্ন সঙ্কট নিয়ে ম্যাক্রোনকে চিঠি দিয়েছেন বাদশাহ সালমান। এতে তিনি প্রতিবেশী দেশ কাতারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে কাতার। দোহার এই উদ্যোগে সৌদি আরব উদ্বিগ্ন। কেননা দেশটি মনে করে, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের নিরাপত্তার জন্য বড় হুমকি। এ বিষয়টি উল্লেখ করে বাদশাহ সালমান কাতারের ওপর চাপ প্রয়োগ করার জন্য ফ্রান্সের প্রতি আহবান জানান। ম্যাক্রোনকে সৌদি বাদশাহ লেখেন, এমন পরিস্থিতিতে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য সৌদি আরব প্রয়োজনে যে কোন পদক্ষেপ নেবে। এমনকি সামরিক ব্যবস্থাও নেয়া হতে পারে।
সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ তুলে গত বছরের ৫ই জুন থেকে কাতারের ওপর আকাশ, নৌ ও স্থল অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত ও মিসর। দেশগুলোর দাবি, কাতার আঞ্চলিক অস্থিরতাকে উস্কে দিচ্ছে। তবে সৌদি জোটের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার। ওই বছরের অক্টোবরে রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয় কাতার। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাতার সফরের সময় দু’দেশ কারিগরি ও সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এ বছরের শুরুতে রাশিয়ায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালুর প্রক্রিয়া বেশ এগিয়েছে।
এদিকে, সৌদি আরবও রাশিয়ার সঙ্গে অস্ত্র কেনার চুক্তি করেছে। গত অক্টোবরে বাদশাহ সালমানের মস্কো সফরের সময় রাশিয়া থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করে সৌদি আরব। কাতারও রাশিয়া থেকে একই প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে। তবে এক্ষেত্রে বেশ কৌশলি অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটি একই সঙ্গে পরস্পরের প্রতিদ্বন্দ্বী দু’দেশের কাছে অস্ত্র বিক্রি করে দক্ষ ব্যবসায়িক মনোভাবের পরিচয় দিয়েছে।