ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের

বাঙালি কমিউনিটিকে প্রতিষ্ঠিত করতে চাই কর্মের মাধ্যমেঃ সভাপতি পদপ্রার্থী দেলোয়ার মুহাম্মদ

  • আপডেট সময় ০৭:৩৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • ২৬৪ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ বাংলাদেশ এস্যোসিয়েশন সান জুসেপ্পে ভেসুভিয়ানো র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর রবিবার।

বাংলাদেশ এস্যোসিয়েশন সান জুসেপ্পের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে আছেন দেলোয়ার মুহাম্মদ। দেলোয়ার মুহাম্মদ পর পর দুই বার সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। তিনি সভাপতি হবার পরে সেই প্রভিন্সে মুসলমানদের জন্য নামাযের স্থান, বাচ্চাদের মানসিক বিকাশের লক্ষে সেই সঙ্গে জাতীয় উৎসব গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন আয়োজন, বার্ষিক বনভোজন সহ অনেক কল্যাণ মূলক কাজ করা হয়েছে এবং আরো সামনে হবে বলে তিনি জানান। বিশেষ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন” সান জুসেপ্পে, তেরছিনিয়, অত্তাভিয়ানো এলাকায় রয়েছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। এখানে কনস্যুলেট অফিসের জন্য তিনি চেষ্টা করে যাবেন।”

উল্লেখ্য পদপ্রার্থী দেলোয়ার মুহাম্মদ জবাবদিহি ও স্বচ্ছতাকে সামনে রেখে কাজ করতে চান। ঐক্যবদ্ধ একটি কমিউনিটি গঠনের লক্ষেই স্বাধীন ভাবে ভোটের মাধ্যমে জন প্রতিনিধি বের হয়ে আসবে বলে তিনি মনে করেন। কিন্তু কতিময় স্বার্থান্বেশী একটি মহল এই প্রবাসে অবস্থান করেও তারা ঘৃণ্য কাজ বার বার করে যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন” এর আগে প্রচারের পোষ্টার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাচের গ্লাসে লাগালে তারা তা ভেঙে ফেলে, গত কমিটির অভিষেক অনুষ্ঠানের সময় শারীরিক ভাবে তাকে আক্রমণ এবং গত সপ্তাহে তার ব্যবহারিত নিজ গাড়িতে আগুন লাগিয়ে দেয় যেন সে প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করতে না পারে। গাড়ি পুড়ে যাওয়ায় গাড়িতে রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ পেপারস গুলো ও পুড়ে যায়। যা তাকে সাময়িক ভাবে দুর্ভোগের কারণ হয়ে দাড়ায়। সামনে নির্বাচন কিন্তু তিনি নির্বাচনী প্রচারণার কাজ ঠিক মতোন করতে পারছেন না। তিনি এই ধরনের কাজ গুলো থেকে বিরত থাকার আহবান জানান। কারণ বাংলাদেশের সুনাম এতে ক্ষুন্ন হয়, সেই সঙ্গে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন টা নষ্ট হয়ে যায়। যা প্রবাসে কেউ ই কাম্য করেনা।

তিনি সান জুসেপ্পে, তেরছিনিয় ও অত্তাভিয়ানো এলাকার প্রতিটি প্রবাসী বাংলাদেশিদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তাদের কাছে সশরীরে নির্বাচনী প্রচারণা করতে ব্যর্থ হওয়ার কারণে। পাশাপাশি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন যদি পুনরায় তাকে সভাপতি নির্বাচিত করা হয় তাহলে পূর্বের ন্যায় এভাবেই অবস্থানরত বাঙ্গালী কমিউনিটির জন্য মঙ্গল ময় কাজ করে যাবেন। যা বাংলাদেশকে উপস্থাপন করবে সম্মানের সঙ্গে বিশ্বের দরবারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

বাঙালি কমিউনিটিকে প্রতিষ্ঠিত করতে চাই কর্মের মাধ্যমেঃ সভাপতি পদপ্রার্থী দেলোয়ার মুহাম্মদ

আপডেট সময় ০৭:৩৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ বাংলাদেশ এস্যোসিয়েশন সান জুসেপ্পে ভেসুভিয়ানো র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর রবিবার।

বাংলাদেশ এস্যোসিয়েশন সান জুসেপ্পের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে আছেন দেলোয়ার মুহাম্মদ। দেলোয়ার মুহাম্মদ পর পর দুই বার সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। তিনি সভাপতি হবার পরে সেই প্রভিন্সে মুসলমানদের জন্য নামাযের স্থান, বাচ্চাদের মানসিক বিকাশের লক্ষে সেই সঙ্গে জাতীয় উৎসব গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন আয়োজন, বার্ষিক বনভোজন সহ অনেক কল্যাণ মূলক কাজ করা হয়েছে এবং আরো সামনে হবে বলে তিনি জানান। বিশেষ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন” সান জুসেপ্পে, তেরছিনিয়, অত্তাভিয়ানো এলাকায় রয়েছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। এখানে কনস্যুলেট অফিসের জন্য তিনি চেষ্টা করে যাবেন।”

উল্লেখ্য পদপ্রার্থী দেলোয়ার মুহাম্মদ জবাবদিহি ও স্বচ্ছতাকে সামনে রেখে কাজ করতে চান। ঐক্যবদ্ধ একটি কমিউনিটি গঠনের লক্ষেই স্বাধীন ভাবে ভোটের মাধ্যমে জন প্রতিনিধি বের হয়ে আসবে বলে তিনি মনে করেন। কিন্তু কতিময় স্বার্থান্বেশী একটি মহল এই প্রবাসে অবস্থান করেও তারা ঘৃণ্য কাজ বার বার করে যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন” এর আগে প্রচারের পোষ্টার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাচের গ্লাসে লাগালে তারা তা ভেঙে ফেলে, গত কমিটির অভিষেক অনুষ্ঠানের সময় শারীরিক ভাবে তাকে আক্রমণ এবং গত সপ্তাহে তার ব্যবহারিত নিজ গাড়িতে আগুন লাগিয়ে দেয় যেন সে প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করতে না পারে। গাড়ি পুড়ে যাওয়ায় গাড়িতে রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ পেপারস গুলো ও পুড়ে যায়। যা তাকে সাময়িক ভাবে দুর্ভোগের কারণ হয়ে দাড়ায়। সামনে নির্বাচন কিন্তু তিনি নির্বাচনী প্রচারণার কাজ ঠিক মতোন করতে পারছেন না। তিনি এই ধরনের কাজ গুলো থেকে বিরত থাকার আহবান জানান। কারণ বাংলাদেশের সুনাম এতে ক্ষুন্ন হয়, সেই সঙ্গে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন টা নষ্ট হয়ে যায়। যা প্রবাসে কেউ ই কাম্য করেনা।

তিনি সান জুসেপ্পে, তেরছিনিয় ও অত্তাভিয়ানো এলাকার প্রতিটি প্রবাসী বাংলাদেশিদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তাদের কাছে সশরীরে নির্বাচনী প্রচারণা করতে ব্যর্থ হওয়ার কারণে। পাশাপাশি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন যদি পুনরায় তাকে সভাপতি নির্বাচিত করা হয় তাহলে পূর্বের ন্যায় এভাবেই অবস্থানরত বাঙ্গালী কমিউনিটির জন্য মঙ্গল ময় কাজ করে যাবেন। যা বাংলাদেশকে উপস্থাপন করবে সম্মানের সঙ্গে বিশ্বের দরবারে।