ঢাকা ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত সাফ আয়োজিত “প্যারিসে ৬ষ্ঠ বারের মতো বাণিজ্য মেলা:ঈদ বাজার ২০২৫ ইতালিতে প্রবাসী বাংলাদেশী নাহিদ খুনের ঘটনায় গ্রেপ্তার -১ ইতালিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে ডিসেম্বরের মধ্যেই দেশে নির্বাচনের দাবি রোম মহানগর বিএনপির পখত দ্য পারি সেন্ট ডেনিশে “বাংলা অটো ড্রাইভিং” স্কুলের ৭ম শাখা উদ্বোধন” ফ্রান্স ক্রিকেট বোর্ড’র বাংলাদেশি সদস্যদের আমাদের কথা’র সংবর্ধনা ইতালির মিলানে কনস্যুলেটের আয়োজনে উৎসবমুখর পরিবেশে হাজারো প্রবাসীদের মিলনমেলায় বৈশাখী অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় দলে যোগ দিতে দেশের পথে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল প্যারিসের পন্থা কেথশীমা এলাকায় বাংলাদেশি ২ যৌথ মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন “চব্বিশের বিপ্লব স্বার্থক করতে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিকল্প নেই”

লক ডাউন পরবর্তী গণ পরিবহনের ক্ষত্রে প্যারিসে ব্যাপক প্রস্তুতি ঃ পিক আওয়ারে চলতে লাগবে এটাস্টেশন

  • আপডেট সময় ১০:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
  • ৮৫৩ বার পড়া হয়েছে

দর্পণ রিপোর্টঃঃ আগামী ১১ মে থেকে ফ্রান্সে লকডাউন শিথিল করে দেয়া হচ্ছে। আবারও ব্যস্থ হয়ে উঠার অপেক্ষায় প্যারিস তথা ইল দ্য ফ্রান্সের গণ পরিবহন। তবে তা উচ্চ মাত্রায় নজরদারির আওয়াতায় থাকবে। ফলে শুরুতেই শত ভাগ গণ পরিবহন সেবা খুলছে না। অন্তত  ৬০ টি পাতাল রেল স্টেশন বন্ধ থাকবে যদিও ৩০২ টি স্টেশনের বাকিগুলো খুলা থাকবে। এদিন রাজধানী জুড়ে ৭৫ শতাংশ মেট্রো, আরইআর, ট্রাম ও বাস চলাচল করবে। প্রতি ৪ টি মেট্রোর মধ্যে ৩টি চলাচল করবে। ১ ও ১৪ নং মেট্রো শতভাগ চলাচল করলেও ১৩ নং মেট্রো চলবে ৮৫ ভাগ। এছাড়া ট্রাম চলবে শতকরা ৮০  থেকে ১০০  ভাগ। এছাড়া আরইআর প্রতি ৪ টিতে ৩টি। এছাড়া বাস চলাচল করবে ৭৫ শতাংশ।

পিক আওয়ারে কর্মজীবীরা প্রাধান্য পাবেন, তবে লাগবে প্রমাণ পত্র

পিক আওয়ারে গণ পরিবহন ব্যবহারের ক্ষেত্রে কর্মজীবীরা প্রাধান্য পাবেন। তবে এজন্য তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের এটাস্টেশন দেখাতে হবে বাধ্যতামূলক ভাবে। এছাড়া স্বাস্থ্যগত কারণে যারা যাথায়াত করছেন তারা, যাদের কোন আইনী সাক্ষাৎকার বা রন্দেভো আছে কিংবা যারা শিশুদের সাথে নিয়ে যাথায়াত করছেন এমন যাত্রী পিক আওয়ারে প্রাধান্য পাবেন। গণ পরিবহনে অযথা ভীড় এড়াতে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

যেসব স্টেশন বন্ধ থাকবে
এছাড়া মেট্রো স্টেশন গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে লাইন একে দেয়া হবে। 

স্টেশনসহ বিভিন্ন পাবলিক স্থাপনা, বাস,ট্রাম, মেট্রো, আরইআর পরিষ্কার ও স্বাস্থ্য সম্মত রাখতে সরকার অতিরিক্ত ১৭০ মিলিয়ন ইউরো বাজেট রেখেছেন। আরো প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

লক ডাউন পরবর্তী গণ পরিবহনের ক্ষত্রে প্যারিসে ব্যাপক প্রস্তুতি ঃ পিক আওয়ারে চলতে লাগবে এটাস্টেশন

আপডেট সময় ১০:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০

দর্পণ রিপোর্টঃঃ আগামী ১১ মে থেকে ফ্রান্সে লকডাউন শিথিল করে দেয়া হচ্ছে। আবারও ব্যস্থ হয়ে উঠার অপেক্ষায় প্যারিস তথা ইল দ্য ফ্রান্সের গণ পরিবহন। তবে তা উচ্চ মাত্রায় নজরদারির আওয়াতায় থাকবে। ফলে শুরুতেই শত ভাগ গণ পরিবহন সেবা খুলছে না। অন্তত  ৬০ টি পাতাল রেল স্টেশন বন্ধ থাকবে যদিও ৩০২ টি স্টেশনের বাকিগুলো খুলা থাকবে। এদিন রাজধানী জুড়ে ৭৫ শতাংশ মেট্রো, আরইআর, ট্রাম ও বাস চলাচল করবে। প্রতি ৪ টি মেট্রোর মধ্যে ৩টি চলাচল করবে। ১ ও ১৪ নং মেট্রো শতভাগ চলাচল করলেও ১৩ নং মেট্রো চলবে ৮৫ ভাগ। এছাড়া ট্রাম চলবে শতকরা ৮০  থেকে ১০০  ভাগ। এছাড়া আরইআর প্রতি ৪ টিতে ৩টি। এছাড়া বাস চলাচল করবে ৭৫ শতাংশ।

পিক আওয়ারে কর্মজীবীরা প্রাধান্য পাবেন, তবে লাগবে প্রমাণ পত্র

পিক আওয়ারে গণ পরিবহন ব্যবহারের ক্ষেত্রে কর্মজীবীরা প্রাধান্য পাবেন। তবে এজন্য তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের এটাস্টেশন দেখাতে হবে বাধ্যতামূলক ভাবে। এছাড়া স্বাস্থ্যগত কারণে যারা যাথায়াত করছেন তারা, যাদের কোন আইনী সাক্ষাৎকার বা রন্দেভো আছে কিংবা যারা শিশুদের সাথে নিয়ে যাথায়াত করছেন এমন যাত্রী পিক আওয়ারে প্রাধান্য পাবেন। গণ পরিবহনে অযথা ভীড় এড়াতে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

যেসব স্টেশন বন্ধ থাকবে
এছাড়া মেট্রো স্টেশন গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে লাইন একে দেয়া হবে। 

স্টেশনসহ বিভিন্ন পাবলিক স্থাপনা, বাস,ট্রাম, মেট্রো, আরইআর পরিষ্কার ও স্বাস্থ্য সম্মত রাখতে সরকার অতিরিক্ত ১৭০ মিলিয়ন ইউরো বাজেট রেখেছেন। আরো প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে।