ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যারিসে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা,ফ্রান্সের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্টিত ফ্রান্সে নভেম্বর মাসে যেসব পরিবর্তন আসছে ২০২৬ সালের নির্বাচনে ভোট বর্জনের হুমকি শেখ হাসিনার ঝালকাঠির দুটি আসনে বিএনপির দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে ‘ইসলামী জোট’ ফরাসি বাজেট নিয়ে সংসদে টানাপোড়েন: সরকার টিকে থাকবে কি? আওয়ামীলীগের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ চান হাসিনা বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগাপ্রকল্প ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে নিয়ে অনলাইন বিদ্বেষমূলক প্রচারণা: ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা শুরু “সিলেট-ঢাকা রেলপথে ৮ দফা দাবির প্রতি একাত্মতা ঘোষণা”

লক ডাউন পরবর্তী গণ পরিবহনের ক্ষত্রে প্যারিসে ব্যাপক প্রস্তুতি ঃ পিক আওয়ারে চলতে লাগবে এটাস্টেশন

  • আপডেট সময় ১০:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
  • ৮৯১ বার পড়া হয়েছে

দর্পণ রিপোর্টঃঃ আগামী ১১ মে থেকে ফ্রান্সে লকডাউন শিথিল করে দেয়া হচ্ছে। আবারও ব্যস্থ হয়ে উঠার অপেক্ষায় প্যারিস তথা ইল দ্য ফ্রান্সের গণ পরিবহন। তবে তা উচ্চ মাত্রায় নজরদারির আওয়াতায় থাকবে। ফলে শুরুতেই শত ভাগ গণ পরিবহন সেবা খুলছে না। অন্তত  ৬০ টি পাতাল রেল স্টেশন বন্ধ থাকবে যদিও ৩০২ টি স্টেশনের বাকিগুলো খুলা থাকবে। এদিন রাজধানী জুড়ে ৭৫ শতাংশ মেট্রো, আরইআর, ট্রাম ও বাস চলাচল করবে। প্রতি ৪ টি মেট্রোর মধ্যে ৩টি চলাচল করবে। ১ ও ১৪ নং মেট্রো শতভাগ চলাচল করলেও ১৩ নং মেট্রো চলবে ৮৫ ভাগ। এছাড়া ট্রাম চলবে শতকরা ৮০  থেকে ১০০  ভাগ। এছাড়া আরইআর প্রতি ৪ টিতে ৩টি। এছাড়া বাস চলাচল করবে ৭৫ শতাংশ।

পিক আওয়ারে কর্মজীবীরা প্রাধান্য পাবেন, তবে লাগবে প্রমাণ পত্র

পিক আওয়ারে গণ পরিবহন ব্যবহারের ক্ষেত্রে কর্মজীবীরা প্রাধান্য পাবেন। তবে এজন্য তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের এটাস্টেশন দেখাতে হবে বাধ্যতামূলক ভাবে। এছাড়া স্বাস্থ্যগত কারণে যারা যাথায়াত করছেন তারা, যাদের কোন আইনী সাক্ষাৎকার বা রন্দেভো আছে কিংবা যারা শিশুদের সাথে নিয়ে যাথায়াত করছেন এমন যাত্রী পিক আওয়ারে প্রাধান্য পাবেন। গণ পরিবহনে অযথা ভীড় এড়াতে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

যেসব স্টেশন বন্ধ থাকবে
এছাড়া মেট্রো স্টেশন গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে লাইন একে দেয়া হবে। 

স্টেশনসহ বিভিন্ন পাবলিক স্থাপনা, বাস,ট্রাম, মেট্রো, আরইআর পরিষ্কার ও স্বাস্থ্য সম্মত রাখতে সরকার অতিরিক্ত ১৭০ মিলিয়ন ইউরো বাজেট রেখেছেন। আরো প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক ডাউন পরবর্তী গণ পরিবহনের ক্ষত্রে প্যারিসে ব্যাপক প্রস্তুতি ঃ পিক আওয়ারে চলতে লাগবে এটাস্টেশন

আপডেট সময় ১০:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০

দর্পণ রিপোর্টঃঃ আগামী ১১ মে থেকে ফ্রান্সে লকডাউন শিথিল করে দেয়া হচ্ছে। আবারও ব্যস্থ হয়ে উঠার অপেক্ষায় প্যারিস তথা ইল দ্য ফ্রান্সের গণ পরিবহন। তবে তা উচ্চ মাত্রায় নজরদারির আওয়াতায় থাকবে। ফলে শুরুতেই শত ভাগ গণ পরিবহন সেবা খুলছে না। অন্তত  ৬০ টি পাতাল রেল স্টেশন বন্ধ থাকবে যদিও ৩০২ টি স্টেশনের বাকিগুলো খুলা থাকবে। এদিন রাজধানী জুড়ে ৭৫ শতাংশ মেট্রো, আরইআর, ট্রাম ও বাস চলাচল করবে। প্রতি ৪ টি মেট্রোর মধ্যে ৩টি চলাচল করবে। ১ ও ১৪ নং মেট্রো শতভাগ চলাচল করলেও ১৩ নং মেট্রো চলবে ৮৫ ভাগ। এছাড়া ট্রাম চলবে শতকরা ৮০  থেকে ১০০  ভাগ। এছাড়া আরইআর প্রতি ৪ টিতে ৩টি। এছাড়া বাস চলাচল করবে ৭৫ শতাংশ।

পিক আওয়ারে কর্মজীবীরা প্রাধান্য পাবেন, তবে লাগবে প্রমাণ পত্র

পিক আওয়ারে গণ পরিবহন ব্যবহারের ক্ষেত্রে কর্মজীবীরা প্রাধান্য পাবেন। তবে এজন্য তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের এটাস্টেশন দেখাতে হবে বাধ্যতামূলক ভাবে। এছাড়া স্বাস্থ্যগত কারণে যারা যাথায়াত করছেন তারা, যাদের কোন আইনী সাক্ষাৎকার বা রন্দেভো আছে কিংবা যারা শিশুদের সাথে নিয়ে যাথায়াত করছেন এমন যাত্রী পিক আওয়ারে প্রাধান্য পাবেন। গণ পরিবহনে অযথা ভীড় এড়াতে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

যেসব স্টেশন বন্ধ থাকবে
এছাড়া মেট্রো স্টেশন গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে লাইন একে দেয়া হবে। 

স্টেশনসহ বিভিন্ন পাবলিক স্থাপনা, বাস,ট্রাম, মেট্রো, আরইআর পরিষ্কার ও স্বাস্থ্য সম্মত রাখতে সরকার অতিরিক্ত ১৭০ মিলিয়ন ইউরো বাজেট রেখেছেন। আরো প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে।