ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জমকালো আয়োজনে সিলেটে “কালবেলা”র দ্বিতীয় প্রতিবার্ষিকী পালিত সামাজিক সংস্থা ‘সাফ’ এর নতুন কমিটি গঠন : নয়ন সভাপতি, আকাশ হেলাল সহসভাপতি, রুবেল সাধারন সম্পাদক পাথর ও মানুষ – শ্যামল বণিক অঞ্জন বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও গুলি উদ্ধার গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের কার্যকরী কমিটি গঠিত ছাত্রদের স্যালুট, অভিজ্ঞদের মূল্যায়ন করতে হবে- বিচারপতি নজরুল চৌধুরী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো‘অখন্ড বাংলাদেশ আন্দোলন’ সামাজিক সংগঠন ‘সাফ’ এর উদ্যোগে প্যারিসে ‘বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস ২০২৪’ পালন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব থেকে শাহাব উদ্দিন ও জিল্লুর রহমান জিলুকে বহিস্কার প্যারিসে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন সিলেট ফাইটার্স

শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্কের জনক বাংলাদেশের আরিফ

  • আপডেট সময় ০৯:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট – শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক ” চাইল্ড মেসেজ ‘ এক বছর পা রেখেছে গত ১০ মে।

চাইল্ড মেসেজের পাবলিক রিলেশন অফিসার ‘ লিউ রিন্ডা’ বলেন, আমরা গর্ব করে বলতে পারি প্রথম আন্তর্জাতিক শিশু নেটওয়ার্ক হিসেবে আমরা একদিনও সম্প্রচার বন্ধ করিনি।আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো টিমের পক্ষ থেকে চেষ্টা করা হয় দর্শকদের বিশেষ কিছু প্রশ্নের উত্তর দিতে। কনটেন্ট লাইক কম, ভিউ কম বিষয়টি কিভাবে দেখছেন এই প্রতিবেদকের এমন প্রশ্নে অস্ট্রেলিয়ান তরুনী বলেন, ফেসবুক লাইক দিয়ে কখনো আমাদের মানদণ্ড মাপিনি এবং ভবিষ্যৎও তা অব্যাহত থাকবে।পাশাপাশি যুদ্ধ ক্ষতিগ্রস্ত শিশুদের উপর কাভারেজ সামনে আরও বাড়ানো হবে বলেও নিজ বক্তব্যে যুক্ত করেন পাবলিক রিলেশন অফিসার লিন্ডা।

চাইল্ড মেসেজ হেড অব নিউজ রয়টার্সের সাবেক সিনিয়র সাংবাদিক “এলিস্টার ব্রিংটন ‘ বলেন, শিশুরা বড়দের মতো খবর পড়তে অভ্যস্ত না৷ তার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে ছোট আকারে কনটেন্ট করতে হয়।ভীতিকর কোনও চিত্র এই এক বছরে সম্প্রচার করেনি এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে চাইল্ড সাইকোলজিস্ট দুইজন আমাদের সঙ্গে কাজ করে থাকেন বলেও জানান রয়টার্সের এই সাবেক সংবাদকর্মী। পাশাপাশি শিশু সাংবাদিক বাড়াতেও বেশকিছু পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।

চাইল্ড মেসেজের প্রোগ্রাম ম্যানেজার ব্রাজিলের নাগরিক ” রুদ্রিও বাস্ত্রেয়ানো ‘ বলেন, আমাদের নিজস্ব ধারায় ও শিশুদের কাছে আকর্ষনীয় করতে এখন ১৮ জন প্রোগ্রাম প্রডিউসার কাজ করছেন, সহকারী প্রডিউসার কাজ করছেন ২৬ জন যাদের মধ্যে ১৩ জন কে নিউজ প্রোডাকশন ও বাকী ১৩ জন প্রোগ্রাম প্রডিউসারদের সহায়তায় কাজ শিখবেন।নতুন যুক্ত হওয়া এই ২৬ জন তরুন তরুনী বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী।বাংলাদেশের কেউ প্রোগ্রাম কিংবা নিউজ প্রোডাকশন টিমে যুক্ত রয়েছেন কিনা এমন প্রশ্নে
রুদ্রিও বাস্ত্রেয়ানো বলেন, ৪৭ জন আবেদন করেছিলেন তাদের কেউ ই পরীক্ষায় সিলেক্ট হয়নি।
আমাদের এইচআর পলিসি একদম ই নিরপেক্ষ। যোগ্যতার ভিত্তিতে ই সব করা হয় বলে জানানো হয়।
পাশাপাশি নতুন হেড অব প্রোগ্রাম দায়িত্ব গ্রহনের পর আগের বেশকিছু পরিকল্পনা বাতিল করেছিলেন। তবে! দক্ষিন এশীয় অঞ্চলের দর্শকদের অনুরোধে মীনা ইংরেজী সিরিজ আবারও যুক্ত হয়েছে।

তবে! চাইল্ড মেসেজ নিজস্ব স্টেশন স্কটল্যান্ড করার পরিকল্পনা রয়েছে বলেও জানান পাবলিক রিলেশন অফিসার লিউ। পরবর্তীতে টেলিভিশন চ্যানেল হিসেবে দেখা যাবে কিনা এমন প্রশ্নে অস্ট্রেলিয়ান এই তরুনী বলেন, পথ ই বলে দিবে কি করা উচিৎ কখন।

এই আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘ চাইল্ড মেসেজ ‘ পরিকল্পনা সহ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন একজন বাংলাদেশী তরুন আরিফ রহমান শিবলী ।ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনস পদকসহ শিশুদের আন্তর্জাতিক প্রতিনিধি সদস্য হিসেবে সারাবিশ্বে তার অবস্থান তিনি করে ফেলেছেন।আরিফ এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, সত্যি ই দেখতে দেখতে সন্তানের বয়স এক বছর হয়ে গেলো। চাইল্ড মেসেজ কে একজন বাবা’র মতো ই যত্ন করার চেষ্টা করি।বাংলাদেশের শিশুদের অধিকার বাস্তবায়নে
চাইল্ড মেসেজ বাংলা বিভাগ চালু করা হয়েছে বলেও জাতিসংঘ ৭৫ পোস্টারে স্থান পাওয়া এই তরুন জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জমকালো আয়োজনে সিলেটে “কালবেলা”র দ্বিতীয় প্রতিবার্ষিকী পালিত

শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্কের জনক বাংলাদেশের আরিফ

আপডেট সময় ০৯:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

ডেস্ক রিপোর্ট – শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক ” চাইল্ড মেসেজ ‘ এক বছর পা রেখেছে গত ১০ মে।

চাইল্ড মেসেজের পাবলিক রিলেশন অফিসার ‘ লিউ রিন্ডা’ বলেন, আমরা গর্ব করে বলতে পারি প্রথম আন্তর্জাতিক শিশু নেটওয়ার্ক হিসেবে আমরা একদিনও সম্প্রচার বন্ধ করিনি।আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো টিমের পক্ষ থেকে চেষ্টা করা হয় দর্শকদের বিশেষ কিছু প্রশ্নের উত্তর দিতে। কনটেন্ট লাইক কম, ভিউ কম বিষয়টি কিভাবে দেখছেন এই প্রতিবেদকের এমন প্রশ্নে অস্ট্রেলিয়ান তরুনী বলেন, ফেসবুক লাইক দিয়ে কখনো আমাদের মানদণ্ড মাপিনি এবং ভবিষ্যৎও তা অব্যাহত থাকবে।পাশাপাশি যুদ্ধ ক্ষতিগ্রস্ত শিশুদের উপর কাভারেজ সামনে আরও বাড়ানো হবে বলেও নিজ বক্তব্যে যুক্ত করেন পাবলিক রিলেশন অফিসার লিন্ডা।

চাইল্ড মেসেজ হেড অব নিউজ রয়টার্সের সাবেক সিনিয়র সাংবাদিক “এলিস্টার ব্রিংটন ‘ বলেন, শিশুরা বড়দের মতো খবর পড়তে অভ্যস্ত না৷ তার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে ছোট আকারে কনটেন্ট করতে হয়।ভীতিকর কোনও চিত্র এই এক বছরে সম্প্রচার করেনি এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে চাইল্ড সাইকোলজিস্ট দুইজন আমাদের সঙ্গে কাজ করে থাকেন বলেও জানান রয়টার্সের এই সাবেক সংবাদকর্মী। পাশাপাশি শিশু সাংবাদিক বাড়াতেও বেশকিছু পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।

চাইল্ড মেসেজের প্রোগ্রাম ম্যানেজার ব্রাজিলের নাগরিক ” রুদ্রিও বাস্ত্রেয়ানো ‘ বলেন, আমাদের নিজস্ব ধারায় ও শিশুদের কাছে আকর্ষনীয় করতে এখন ১৮ জন প্রোগ্রাম প্রডিউসার কাজ করছেন, সহকারী প্রডিউসার কাজ করছেন ২৬ জন যাদের মধ্যে ১৩ জন কে নিউজ প্রোডাকশন ও বাকী ১৩ জন প্রোগ্রাম প্রডিউসারদের সহায়তায় কাজ শিখবেন।নতুন যুক্ত হওয়া এই ২৬ জন তরুন তরুনী বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী।বাংলাদেশের কেউ প্রোগ্রাম কিংবা নিউজ প্রোডাকশন টিমে যুক্ত রয়েছেন কিনা এমন প্রশ্নে
রুদ্রিও বাস্ত্রেয়ানো বলেন, ৪৭ জন আবেদন করেছিলেন তাদের কেউ ই পরীক্ষায় সিলেক্ট হয়নি।
আমাদের এইচআর পলিসি একদম ই নিরপেক্ষ। যোগ্যতার ভিত্তিতে ই সব করা হয় বলে জানানো হয়।
পাশাপাশি নতুন হেড অব প্রোগ্রাম দায়িত্ব গ্রহনের পর আগের বেশকিছু পরিকল্পনা বাতিল করেছিলেন। তবে! দক্ষিন এশীয় অঞ্চলের দর্শকদের অনুরোধে মীনা ইংরেজী সিরিজ আবারও যুক্ত হয়েছে।

তবে! চাইল্ড মেসেজ নিজস্ব স্টেশন স্কটল্যান্ড করার পরিকল্পনা রয়েছে বলেও জানান পাবলিক রিলেশন অফিসার লিউ। পরবর্তীতে টেলিভিশন চ্যানেল হিসেবে দেখা যাবে কিনা এমন প্রশ্নে অস্ট্রেলিয়ান এই তরুনী বলেন, পথ ই বলে দিবে কি করা উচিৎ কখন।

এই আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘ চাইল্ড মেসেজ ‘ পরিকল্পনা সহ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন একজন বাংলাদেশী তরুন আরিফ রহমান শিবলী ।ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনস পদকসহ শিশুদের আন্তর্জাতিক প্রতিনিধি সদস্য হিসেবে সারাবিশ্বে তার অবস্থান তিনি করে ফেলেছেন।আরিফ এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, সত্যি ই দেখতে দেখতে সন্তানের বয়স এক বছর হয়ে গেলো। চাইল্ড মেসেজ কে একজন বাবা’র মতো ই যত্ন করার চেষ্টা করি।বাংলাদেশের শিশুদের অধিকার বাস্তবায়নে
চাইল্ড মেসেজ বাংলা বিভাগ চালু করা হয়েছে বলেও জাতিসংঘ ৭৫ পোস্টারে স্থান পাওয়া এই তরুন জানান।