মোহাম্মদ জাফরুল হাসান -শেষ বাশি বাজা মাত্র প্যারিসের রিপাবলিক চত্বরে অঢেল জনতার আনন্দ মিছিল, উৎসাহ ও উদ্দীপনা। অগ্রজ -অনুজ সকল শ্রেণীর জনতা অংশ নেয় এ আনন্দ আয়োজনে। ফ্রান্স ফুটবল দলের জার্সি গায়ে, কেউবা রং-বেরং এর পোশাকে ফ্রান্সের পতাকা হাতে নিয়ে য়োগ দেয় এ উৎসবে। হাতে হাতে পতাকা, বিয়ার আর গলায় শ্লোগান দিয়ে ফরাসীরা বরন করে নেয় তাদের দ্বিতীয় বিশ্বকাপ জয়কে। আনন্দ মিছিলে কমতি ছিলোনা কোন কিছুর; বাঁশি, গান আবার কখনও কখনও আতশ বাজির ঝলক।
ফরাসীদের মাঝে ফ্রান্সে বসবাসরত বাঙালীদেরও কমতি ছিলো না। ভালোবাসার দল ফ্রান্সের জয়গান গাওয়ার জন্য কেথসীমা থেকে এসেছেন সোহাগ, সানী, রাজীব ও তাদের বন্ধুরা। তাদের মাঝেও ফ্রান্সের বিজয় উৎলাস।