প্রতিনিধি : প্রবাসীদের ঐক্য ও মাতৃভূমির কল্যাণে কাজ করার প্রত্যয়ে গঠিত লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট, ফ্রান্স এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২১ ডিসেম্বর (রোববার) ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজ জিল্লুর রহমান। যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান লায়েক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখ রায়হান আহমদ। এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক টেপন মিয়া, সহ-সভাপতি লুৎফুর রহমান, বোরহান উদ্দিন, এবং প্রধান উপদেষ্টা শাহনুর আলী ও আব্দুল আলী। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ওয়াহিদ তালুকদার, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর , সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, সহ প্রচার সম্পাদক রিপন আহমদ, সাহেল আহমদ রুমেল, লোকমান আহমদ, সৈয়দ নাজির আলী, জাহেদ হোসেন মুন্না, রেজাউল ইসলাম, এমরান আহমদসহ সংগঠননের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও মাতৃভূমির মানুষের পাশে দাঁড়ানো একটি মহান দায়িত্ব। এই দায়িত্ব বাস্তবায়নে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট, ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান লায়েক এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক সৈয়দ তকবির আলী। অভিষেক অনুষ্ঠিত হয় প্যারিসের উপশহর ওবারভিলিয়েহ এলাকায়।
দ্বিতীয় অধিবেশনে আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ পর্বে বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং নবনিযুক্ত সম্মানিত উপদেষ্টা শানুর আলী ও আব্দুল আলীকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়সাল উদ্দিন, যুগ্ম সম্পাদক সাহেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শেখ আসাদ আহমদ, জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, দক্ষিণ সুরমা থানা সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের যুগ্ম সম্পাদক শামীম আহমদ, বাংলাদেশ কমিউনিটি ফ্রান্স (বিসিএফ) এর সাধারণ সম্পাদক নাজমুল কবির, মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থা ফ্রান্সের সভাপতি আফজাল হোসেন, ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, কামালবাজার ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল মান্নান। এছাড়াও বক্তব্য রাখেন ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির প্রবীণ সংগঠক ওয়াহিদ ভার তাহের, খায়রুল আমীন খসরু, হাফিজ এখলাছুর রজমান রাজু, প্যারিস বাংলার সাংবাদিক এনায়েত হোসেন সুহেল, হাফিজ দুলায়েত, আবু সিদ্দিক আনছারি, প্রবীণ সংগঠক নুর খানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মিলাদুর রহমান জুমার, সাইদ আহমদ (বিসিএফ), আব্দুর রহমান শিপন (বিসিএফ), খালেদ আহমদ, সামছ উদ্দিনসহ বহু বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব।
বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম, প্রবাসী কল্যাণ ফান্ড গঠন এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি হাফিজ জিল্লুর রহমান–এর সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। পরে নৈশভোজের আয়োজন করা হয়।
উপস্থিত অতিথি ও সদস্যরা অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট, ফ্রান্স–এর ভবিষ্যৎ কার্যক্রমের জন্য শুভকামনা জানান।










