রাজ্জাক আহমেদ রাজা : সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার। মঙ্গলবার ৬ জানুয়ারি ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাব মিলনায়তনে দুই প্রেসক্লাবের মধ্যে মত বিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উভয় প্রেসক্লাব পরস্পর যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেন। এসময় ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সিলেট প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতিকে ও কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানানো হয়।

মত বিনিময়কালে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আবুু তাহের ও সাবেক সভাপতি শামসুল ইসলম উপস্থিত ছিলেন। তারা বলেন- আন্দোলন সংগ্রামের গৌরবময় ইতিহাস রয়েছে সিলেট প্রেসক্লাবের।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নতুন কমিটি সিলেট প্রেসক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার।
এছাড়ও নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ ও নির্বাচনে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
এসময় সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর ,সাধারন সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক, সহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন- ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আবু তাহের, সর্বশেষ সাবেক সভাপতি ও ফ্রান্স দর্পণ সম্পাদক শামসুল ইসলাম, ফ্রান্সের মার্সেই শহরের সাংবাদিক সুহাইল আহমেদ প্রমূখ।










