বকুল খান ,স্পেন থেকেঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া মুক্তি পরিষদ স্পেন শাখা আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী ও খালেদাজিয়ার মুক্তি দাবীতে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে | গত ১৬ মে স্পেনের মাদ্রিদের মেহমান খানা রেস্টুরেন্টে।টেলিকনফারেন্সে বিএনপি র ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান খান দুদু বলেন.. খালেদা জিয়ার মুক্তি ,মানেই দেশ ,মাটির মুক্তি ,খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রে র মুক্তি |তিনি এই আন্দোলনকে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান |
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে আরো বক্তব্য দেন অল ইউরোপ সাবেক ছাত্রদল অর্গানাইজেশন এর আহবায়ক আবু জাফর রাসেল বলেন.. খালেদা জিয়ার মুক্তিই হবে আগামীদিন বাংলাদেশ জনগণের মুক্তি |
দেশনেত্রী বেগম খালেদাজিয়া মুক্তি পরিষদ স্পেন শাখার আহবায়ক মাহবুবুর রহমান ঝন্টু সভাপতিত্বে এনং সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জাকিরুল ইসলাম জাকিএর সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ন আহবায়ক ফখরুল হাসান, এমদাদ হাওলাদার, ব্যবসায়ী সমিতি স্পেনের সভাপতি আবুল হোসেন,কমিউনিটি নেতা আবু সায়েম, আব্দুল মুত্তাকিন মুজাক্কির,আব্দুল মুত্তালিব বাবুল, জেন্স শিপার, জাকির চৌধুরী, মাঈনুদ্দীন, আল মামুন, আরাফাত হোসেন, আবু বক্কর, আমিনুল ইসলাম,আকতার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সভাপতিতর বক্তব্য মাহবুবুর রহমান ঝন্টু বলেন.. বেগম. খালেদা জিয়া হলো দেশপ্রেম ও গনত্রন্ত্রের প্রতীক |তাকে জেলে রেখে ,কোনো কর্মূসূচি ই সফল হবে না |