বকুল খান স্পেন মাদ্রিদ থেকেঃ মাদ্রিদ কমিউনিটি ও সাংবাদিকদের সম্মানে ঈদ পুনর্মিলনী এবং প্রীতিভোজ এর আয়োজন করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা একরামুজ্জামান কিরণ |গতকাল লাভা পিয়াসের মাইশা রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও রাজনীতির এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন |
ব্যতিক্রমী আয়োজন সকল পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয় |এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের সাবেক সভাপতি জিয়াউর রহমান খান, আল মামুন, এ এস আই রবিন ,বাংলাদেশ প্রেসক্লাবের স্পেনের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম ,জাকির হোসেন ,রাজনীতিবিদ আব্দুল কাইয়ুম সেলিম ও আব্দুর রহমান ,বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু ,বাংলাদেশ বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচন কমিশনের সদস্য সচিব দুলাল চাঁপা ,যুগ্ম সচিব দবির তালুকদার,সিলেট এসোসিয়েশনের সাবেক সম্পাদক ইসলাম উদ্দিন , গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইনসাফ সুমন ,গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল ,বৃহত্তর ফরিদপুর সমিতির,সিনিয়র সহ-সভাপতি ,আইয়ুব আলী সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ,বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান ,সায়েম সরকার ,আব্দুল্লাহ আল মামুন, মাইন উদ্দিন ,এফ এম ফারুক পাবেন ,রফিক খান ,নূর মোহাম্মদ রিপন জাকিরুল ইসলাম জাকির ,আবু বক্কর ,আমিনুল ইসলাম ,আব্দুর রহমান ,হাসান তারেক ,বুলবুল আহমেদ হিমেল আহ্মেদ মনির হোসেন ফতেহ আহমেদ , জাকির হোসেন ,ইয়াকুব হিরন , মোহাম্মদ মুরাদ প্রমূখ |
আয়োজক নারায়ণগঞ্জ এর কৃতি সন্তান রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা একরামুজ্জামান কিরণ বলেন ,প্রবাস জীবনের একটি সুন্দর সমাজ বিনির্মাণে কমিউনিটিতে রাজনীতিবিদ ,সাংবাদিক একযোগে কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে একসাথে কাজ করলে আলোকিত করা সম্ভব |তিনি , সকল ভেদাভেদ এবং শ্রেণীবিন্যাস ভুলে সকলকে এগিয়ে যাওয়ার জন্য উদার, আন্তরিক এবং সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ আবদ্ধ হলে নতুন প্রজন্ম একটি একটি গঠনমূলক সমাজ ভাবে |এ ব্যাপারে যে প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন |অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অভ্যর্থনা জানান বুলবুল আহমেদ |