ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের

আরিফের বক্তব্যে মুগ্ধ ইউরোপীয় ইউনিয়ন,বাংলাদেশ পেলো জরুরী এক লাখ ইউরো সহায়তা!

  • আপডেট সময় ০৪:১১:১১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
  • ১৫৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট – বাংলাদেশের বন্যা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে জরুরী এক লাখ ইউরো সহায়তা করেছে ইউরোপীয় ইউনিয়ন।সুত্র জানায়, যদিও এই ব্যাপারে জরুরী সিদ্ধান্ত গ্রহণ করে ২৬ টি দেশের সংগঠনটি।

জানা গেছে, গত ১৩ জুলাই ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ‘ শীর্ষক এক ভিডিও কনফারেন্স অংশ নেয় ইউরোপের বাইরে থেকে প্রথমবারের মতো, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের শিশু মুখপাত্র হিসেবে খ্যাত আরিফ রহমান শিবলী।

সেদিন সঞ্চালক ফ্রান্সের জনপ্রিয় পরিবেশকর্মী আগাইটা মিইজনার’ বাংলাদেশের শিশু অধিকারকর্মী কে প্রশ্ন আছে কিনা জানতে চাইতে ই সরাসরি উত্তর, নাহ!বিশ্বের সেরা পরিবেশ বিষয়ক মন্ত্রীকে আমার প্রশ্ন করার কিছু ই নেই।কারণ যখন ভিডিও কনফারেন্স অংশ নিয়েছি, তখন বন্যায় অসহায় অবস্থায় আছে আমার দেশের ছোট ছোট ভাইবোনেরা ও তাদের পরিবার।

আরিফ তার বক্তব্যে’র মাঝে বলেছিলেন, প্রশ্ন করে কি হবে?কারন! এই মুহুর্তে বন্যার পানির সাথে যুদ্ধ করা মানুষগুলো’র জন্য নিরাপদ খাবার পানি, খাবার,পুনরায় ঘর নির্মাণ করে দেওয়া সহ অনেক কাজ করতে হবে যেটার জন্য অর্থ প্রয়োজন।

বক্তব্যে’র শেষদিকে জার্মান সহ ইউরোপীয় দেশগুলোর প্রতি বাংলাদেশের শিশু অধিকারকর্মী আহবান জানিয়েছিলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিতে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন কারণে প্রতি বছর বন্যা, ভুমিকম্প,বজ্রপাতে মৃত্যু বিষয়গুলো তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নকে এই ব্যাপারেও কাজ করতে গরীব দেশগুলোকে সহায়তা দিতে সেই অনলাইন কনফারেন্স আহবান জানিয়েছিলেন দেশের শিশু মুখপাত্র ।

জার্মান পরিবেশ বিষয়ক মন্ত্রী ‘ সোভেঞ্জ শুলজে ‘মাত্র ৪ মিনিটের বক্তব্য শুনে মুগ্ধ হয়ে বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর উচ্চপর্যায়ে জানিয়ে সহায়তা প্রতিশ্রুতি দিয়েছিলেন।দেশের শিশু ও মানুষের প্রতি ভালোবাসা সম্মান রাখা সেই বক্তব্য মন কাড়ে ২৬ টি দেশের সংসদ সদস্যদেরও।

ঢাকা সুত্র জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর এই অর্থ সহায়তা সরাসরি উপকার পাবে ক্ষতিগ্রস্ত জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম,লালমনিরহাট ও টাংগাইলে’র ২৫ হাজার মানুষ।

এদিকে, বন্যা কবলিত বাংলাদেশ ও ভারতে বন্যার্তদের জন্য ১ লাখ ইউরো অর্থ-সহায়তা প্রদান করছেন সুইডিশ কিশোরী ও জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থুনবার্গ। বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ব্র্যাক।

কানাডা’র টরেন্টো থেকে পাওয়া এক সুত্রে জানা গেছে ,আগামী ২৭ আগস্ট কানাডা’র প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের আমন্ত্রনে অনলাইন কনফারেন্স অংশ নিবেন বাংলাদেশের শিশু অধিকারকর্মী ও আন্তর্জাতিক মহলে শিশু মুখপাত্র খ্যাত আরিফ রহমান শিবলী ।যেখানে বন্যা পরিস্থিতি পাশাপাশি নিরাপদ মা- ও শিশু নিয়ে বক্তব্য রাখবেন বলে এই প্রতিবেদককে জানান আরিফ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

আরিফের বক্তব্যে মুগ্ধ ইউরোপীয় ইউনিয়ন,বাংলাদেশ পেলো জরুরী এক লাখ ইউরো সহায়তা!

আপডেট সময় ০৪:১১:১১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০

ডেস্ক রিপোর্ট – বাংলাদেশের বন্যা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে জরুরী এক লাখ ইউরো সহায়তা করেছে ইউরোপীয় ইউনিয়ন।সুত্র জানায়, যদিও এই ব্যাপারে জরুরী সিদ্ধান্ত গ্রহণ করে ২৬ টি দেশের সংগঠনটি।

জানা গেছে, গত ১৩ জুলাই ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ‘ শীর্ষক এক ভিডিও কনফারেন্স অংশ নেয় ইউরোপের বাইরে থেকে প্রথমবারের মতো, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের শিশু মুখপাত্র হিসেবে খ্যাত আরিফ রহমান শিবলী।

সেদিন সঞ্চালক ফ্রান্সের জনপ্রিয় পরিবেশকর্মী আগাইটা মিইজনার’ বাংলাদেশের শিশু অধিকারকর্মী কে প্রশ্ন আছে কিনা জানতে চাইতে ই সরাসরি উত্তর, নাহ!বিশ্বের সেরা পরিবেশ বিষয়ক মন্ত্রীকে আমার প্রশ্ন করার কিছু ই নেই।কারণ যখন ভিডিও কনফারেন্স অংশ নিয়েছি, তখন বন্যায় অসহায় অবস্থায় আছে আমার দেশের ছোট ছোট ভাইবোনেরা ও তাদের পরিবার।

আরিফ তার বক্তব্যে’র মাঝে বলেছিলেন, প্রশ্ন করে কি হবে?কারন! এই মুহুর্তে বন্যার পানির সাথে যুদ্ধ করা মানুষগুলো’র জন্য নিরাপদ খাবার পানি, খাবার,পুনরায় ঘর নির্মাণ করে দেওয়া সহ অনেক কাজ করতে হবে যেটার জন্য অর্থ প্রয়োজন।

বক্তব্যে’র শেষদিকে জার্মান সহ ইউরোপীয় দেশগুলোর প্রতি বাংলাদেশের শিশু অধিকারকর্মী আহবান জানিয়েছিলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিতে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন কারণে প্রতি বছর বন্যা, ভুমিকম্প,বজ্রপাতে মৃত্যু বিষয়গুলো তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নকে এই ব্যাপারেও কাজ করতে গরীব দেশগুলোকে সহায়তা দিতে সেই অনলাইন কনফারেন্স আহবান জানিয়েছিলেন দেশের শিশু মুখপাত্র ।

জার্মান পরিবেশ বিষয়ক মন্ত্রী ‘ সোভেঞ্জ শুলজে ‘মাত্র ৪ মিনিটের বক্তব্য শুনে মুগ্ধ হয়ে বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর উচ্চপর্যায়ে জানিয়ে সহায়তা প্রতিশ্রুতি দিয়েছিলেন।দেশের শিশু ও মানুষের প্রতি ভালোবাসা সম্মান রাখা সেই বক্তব্য মন কাড়ে ২৬ টি দেশের সংসদ সদস্যদেরও।

ঢাকা সুত্র জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর এই অর্থ সহায়তা সরাসরি উপকার পাবে ক্ষতিগ্রস্ত জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম,লালমনিরহাট ও টাংগাইলে’র ২৫ হাজার মানুষ।

এদিকে, বন্যা কবলিত বাংলাদেশ ও ভারতে বন্যার্তদের জন্য ১ লাখ ইউরো অর্থ-সহায়তা প্রদান করছেন সুইডিশ কিশোরী ও জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থুনবার্গ। বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ব্র্যাক।

কানাডা’র টরেন্টো থেকে পাওয়া এক সুত্রে জানা গেছে ,আগামী ২৭ আগস্ট কানাডা’র প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের আমন্ত্রনে অনলাইন কনফারেন্স অংশ নিবেন বাংলাদেশের শিশু অধিকারকর্মী ও আন্তর্জাতিক মহলে শিশু মুখপাত্র খ্যাত আরিফ রহমান শিবলী ।যেখানে বন্যা পরিস্থিতি পাশাপাশি নিরাপদ মা- ও শিশু নিয়ে বক্তব্য রাখবেন বলে এই প্রতিবেদককে জানান আরিফ।