মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ ইতালির প্রথম স্থায়ী শহীদ মিনারের শহর বারীতে অনুষ্ঠিত হয়ে গেল অঙ্কুর প্রতিযোগিতা ২০১৯।
প্রবাসে নতুন প্রজন্মকে গৌরবময় বাংলার ইতিহাস ও কৃষ্টি সংস্কৃতি জানাতে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ‘একুশ আমার চেতনা’ শ্লোগানে অঙ্কুর আয়োজনের ৯ম প্রয়াস।
প্রবাসী শিশুদের ভাষা আন্দোলন ও বাংলাদেশকে জানাতে গতকাল ববিবার স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোররা অংগ্র গ্রহন করে চিত্রাংকন ও অাবৃত্তি প্রতিযোগিতায়।
অনুজ বড়ুয়ার সভপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমাজ কল্যান সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি এস এম করিম, বাংলা স্কুলের ফারজানা অাক্তার রোজী, বাংলা এডুকেশান সেন্টারের নাসিমা অাক্তার, রুহুল অামিন।
প্রবীর দাসের উপস্থাপনায় ও জি এম রফিকুল ইসলাম, বিদ্যুৎ বড়ুয়ার সহযোগিতায় অনুষ্ঠানে সিমু আবেদিন, হ্যাপি বড়ুয়া, অমিত, মাইন উদ্দিন ইমন, হাবিবাসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত অতিথিরা সেরা প্রতিযোগি সহ সকল শিশুকে পুরস্কার প্রদান করেন।
কবিতা অাবৃত্তিতে ১ম মাহমুদুল মুনতাহা মুন, যৌথভাবে ২য় সিমনা হোসেন ও অাদ্রিস এবং ইমতিয়াজ ৩য় স্থান অধিকার করে।
এছাড়াও বত্তৃতায় ১ম নির্ঝর এবং চিত্রাংকনে ১ম সুজানা, অারজু ২য় ও ৩য় ফাইজা সহ মহিদুল ইসলাম রাজ বিশেষ পুরস্কার গ্রহন করে।