প্রতিনিধিঃ বাংলাদেশের চলমান রাজনীতি এবং অতীত কার্যকলাপ পর্যালোচনা করে দেখা যায় দেশটিতে গনতন্ত্র ঝুকির মুখে রয়েছে। সাধারন মানুষের মত প্রকাশ করার কোন স্বাধীনতা নেই। বিরুদ্ধ মত প্রদর্শনকারীকে জেল জুলুমের পাশাপাশি নানা নির্যাতন সহ্য করতে হচ্ছে।
গত মঙ্গলবার ২৭ নভেম্বর প্যারিসের একটি অভিজাত রোস্তোরায় ‘বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকার এবং ঝুকির মুখে মানবাধিকার শীর্ষক এক গবেষণা বই প্রকাশের অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ফ্রান্সের বিশিষ্ট মানবাধিকার কর্মী নরদিন ড্রিসি।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত গবেষনা করে এ বইটি লিখেছেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সরকার বিরোধী কোন মতের সুযোগ নাই। সরকারের বিরুদ্ধে কোন কিছু গেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি দেশে বিচার বহির্ভুত হত্যাকান্ড অনেক বেড়েছে। এখন দেশে হত্যা ও গুম একটি সাধারন ঘটনায় পরিনত হয়েছে।
বাংলাদেশের সরকার নিজের গনতান্ত্রিক রুপ পরিবর্তন করে এখন কর্তৃত্ববাদী সরকারের পথে হাটছে। ব্যক্তিগত মত প্রকাশের কোন স্বাধীনতা এখন বাংলাদেশে নাই বললেই চলে। সামরিক শানকালীন সরকারেও এরকম পরিস্থিতি দেখা যায় না।
গনতান্ত্রিক সরকার ব্যবস্থা থেকে ক্রমেই একটি পুলিশি রাষ্ট্রে পরিনত হচ্ছে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, দেশটির জনগন সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিন্ন দেশে চলে যাচ্ছে।এতে করে উদ্বাস্তু আবেদনকারীর সংখ্যা্ বাড়ছে। এ রকম অবস্থা চলতে থাকলে দেশটিরঅর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করেন তিনি।
বইটির লেখক নিজে বাংলাদেশে গিয়ে ভুক্তভোগী এবং একাধিক মানবাধিকার কর্মীর সঙ্গে আলোচনা করেছেন। উল্লেখযোগ্য মানবাধিকার কর্মীল মধ্যে ট্রান্সপারেন্সী ইন্টান্যাশনালের ট্রািস্ট বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল সহ একাধিক ব্যক্তি এ বই রচনায় তথ্য দিয়েছেন।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের গণতন্ত্র ঝুকির মুখে-ফরাসী মানবাধিকার কর্মী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ