নাজমুল হোসেন ইতালি প্রতিনিধিঃ পবিত্র ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে মধ্য প্রাচ্য সহ ইউরোপের সবকটি দেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হয়েছে। ইউরোপের প্ৰত্যেকটি মসজিদ গুলো তে প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
ইতালির মিলানের মিলান কেন্দ্রীয় জামে মসজিদ,শাহ জালাল জামে মসজিদ,সন্দ্রিও জামে মসজিদ সহ প্রবাসী বাংলাদেশিদের ধারা পরিচালিত মসজিদে গুলোতে এই মহিমান্বিত শবে কদরের রাত পালন করা হয়েছে।
মিলান কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে লাইলাতুল বরাতের উপর তাৎপর্য পূর্ণ আলোচনা করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ সোবহান।
তিনি বলেন শবে কদরের রাত হাজারো রাতের চেয়ে উত্তম। সমগ্র জাতির জন্য অত্যান্ত বরকত ময় ও পূর্ণ ময় এই রাত.এই রাত্রে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তার বান্দাকে ম্যাপ করে দেন। এই রাত মুসলমানরা এবাদতের মাধ্যমে নাজাত লাভ করেন।
তারাবির নামাজ,তাহাজ্জুত এর নামাজ শেষে সারারাত মসজিদে প্রবাসীরা নামাজ আদায় ও কোর্ আন তেলাওয়াত এর মধ্য দিয়ে অতিবাহিত করেন।
এ সাথে রাত্রের সেহরি ও ফজরের নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত এর মাধ্যমে সম্পন্ন হয়।
সর্বশেষ সংবাদ
ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে মধ্য দিয়ে ইতালিসহ ইউরোপের দেশে দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ