প্যারিস ,ফ্রান্স
আগামী ১৮ই জুলাই বুধবার প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ । এ উপলক্ষে প্যারিসে বাংলাদেশী কমিউনিটিতে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দিনক্ষণ ঘনিয়ে আসাতে কোন ক্লাব হবে চ্যাম্পিয়ন এ নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ।
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে শক্তিশালী করতে ও ক্রিকেটকে ফ্রান্স ব্যাপী ছড়িয়ে দিতে প্রথমবারের মত বাংলাদেশ ও ইউরোপের জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট।টুর্নামেন্টে ফ্রান্সে প্রতিষ্ঠিত ১২টি ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করতে যাচ্ছে। কমিউনিটির সবচেয়ে বড় এ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসাহের কমতি নেই। কমিউনিটি নেতারা মনে করছেন এ টুর্নামেন্টের কারণে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি নিঃসিন্দেহে এগিয়ে যাবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাব – সুপার ষ্টার ক্রিকেট ক্লাব প্যারিস ,রাইজিং ষ্টার ওভারবিলিয়ে , প্যারিস ফ্রেন্ডস ক্লাব , ক্র্যাক প্লাটুন ৭১ , প্যারিস নাইট রাইডার্স , লায়ন্স ক্লাব , সার্সেল ক্রিকেট ক্লাব , রয়েল স্পোটিং ক্লাব ,বিসিএফ ক্রিকেট ক্লাব ,ইপিবিএ মাস্টার্স , প্যারিস বাংলা প্রেস ক্লাব, লা প্লেইন সুপার ষ্টার অংশগ্রহণ করছে ।
বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ প্রত্যাশা করছেন এ টুর্নামেন্ট এর মাধ্যমে কমিউনিটিতে খেলাধুলা ব্যাপকতা পাবে ।
ফ্রান্সের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মনে করছেন এ টুর্নামেন্ট ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি সমৃদ্ধ করবে । খেলাধুলার মত সুস্থ বিনোদন কমিউনিটির মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করতে সহায়ক তাই এনটিভি ইউরোপ কে ধন্যবাদ জানান তারা
টুর্নামেন্ট আকর্ষণীয় ও বর্ণীল করার সহযোগীতা চেয়ে কমিউনিটির সকল স্তরের মানুষের প্রতি বিশেষ করে স্পনসর ও সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি।