দর্পণ রিপোর্ট : প্রবাসে সাংবাদিকতা ব্যক্তি তোষণ পীড়িত। তাতে মান নিয়ে যেমন সংশয়, সাংবাদিকতার নীতি তথা এথিকস এর বিষয়টিও দূরঅস্ত। পেশার এই বিপন্নতার ওপর রয়েছে রাজনৈতিক অনুরাগ-অন্ধত্ব। ফলে প্রবাসে সাংবাদিকতাকে খুব তাচ্ছিল্যমিশ্রিত একটি ‘শব্দাবলী’ হয়ে উঠছে ক্রমশঃ। সাংবাদিকতার কলমকে ব্যক্তিতোষণ আর নেপথ্যে অর্থবিনিময়ের বিধ্বংসী পথ থেকে ফেরাতে হবে।

দৃঢ় নৈতিকতা, পেশাদারিত্ব, বিদ্যমান বিশ্বপরিস্থিতির সংগে সংগতিপূর্ণ আর কমিউনিটি সংবেদনশীল সাংবাদিকতা চর্চার প্রয়াসে প্যারিসে একদল তরুণ সাংবাদিক গড়ে তুলতে যাচ্ছে একটি নতুন উদ্যোগ। নতুন এই প্লাটফর্মটির নাম ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস এসোসিয়েশন, সংক্ষেপে এফবিজেএ।
আজ শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলে সিনিয়র এবং তরুণ সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব, স্যোসাল এক্টিভিস্ট, বিশ্ববিদ্যালয়ে পাঠরত বাংলাদেশী শিক্ষার্থী, সামাজিক সেবায় নিয়োজিত পেশাজীবির উপস্থিতিতে এমন একটি প্লাটফর্ম গঠনের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়। অনুষ্ঠানে

বিভিন্নস্তরের অতিথিদের বক্তব্যে উপরোক্ত প্রত্যয়দীপ্ত কথাগুলো উঠে আসে।
বক্তারা বলেন, সাংবাদিকতার ভেতর দলকানা দৃষ্টিভঙ্গীর কারনে সাংবাদিকতায় তোষামোদির জয়জয়কার। লোভ আর দূর্নীতির ফলে তা ব্যবসায়িক পণ্যে পরিনত হয়েছে। এর থেকে উত্তরণ ঘটাতে এমন একটি প্লাটফর্ম সমসাময়িক কালে খুবই জরুরী। বক্তারা আরো বলেন, সাংবাদিকতাকে রাষ্ট্রের কথা নয় জনগনের কথায় ফেরাতে হবে।
এসোসিয়েশনের অন্যতম উদ্যোক্তা, ফ্রান্সের মূলধারার সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ বলেন, আমাদের লক্ষ্য সাংবাদিকতায় পেশাদারিত্বের উন্নয়ন, সাংবাদিকদের প্রযুক্তিগত সুবিধাদির ওপর প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতা পেশায় সমসাময়িক কালের প্রযুক্তিকে কাজে লাগানো, কর্মরত সাংবাদিকদের ভাষাগত উৎকর্ষের উন্নয়ন, মূলধারার সাংবাদিকতার সাথে সংযোগ স্থাপন এবং কমিউনিটির সাথে সাংবাদিকদের পারস্পারিক একটি নিবিড় ও শ্রদ্ধা জাগানিয়া সংম্পর্ক গড়ে তোলা। তিনি বলেন, সত্যিকারের সাংবাদিকতা চর্চাকারী যারা দেশে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, যারা নিয়মিত বিভিন্ন সামাজিক প্লাটফর্মে লেখালেখি করছেন এবং রাজনৈতিকভাবে যিনি পক্ষপাতদুষ্ট নন এমন ব্যক্তিরা এই প্লাটফর্মে যুক্ত হতে পারবে। তিনি আরো যুক্ত করেন, সাংবাদিকদের নিয়ে একটি এসোসিয়েশন গড়ে তোলার প্রচেষ্টা শুরু হয় প্রায় বছরখানেক আগে। সমমনা কয়েকজন দীর্ঘদিন আলাপ আলোচনা করে আমরা এখন একটি অবস্থায় এসে পৌঁছাতে পেরেছি। আমাদের লক্ষ্য সুদুরপ্রসারি।

এই উদ্যোগের সাথে জড়িত অন্য এক সাংবাদিক অনুক্ত কামরুল। তিনি বলেন, যারা সত্যিকারের সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে কাজ করেন, যারা বাংলাদেশের ইতিহাসের ৪৭, ৫২, ৭১ এবং ২৪ এর ইতিহাসের নির্মোহ আদর্শকে ধারণ করেন তারাই এই এসোসিয়েশনে যুক্ত হতে পারবে।
প্রবাসে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেয়ার সুযোগ খুবই সীমিত। যারা এই পেশায় যুক্ত আছেন তারা শখ এবং পেশার প্রতি একরকম ভালবাসার কারনেই করে থাকেন। উপস্থিত বক্তারা এমন একটি উদ্যোগ গ্রহণকে সময়োপযোগী বলে মনে করেন এবং এই এসোসিয়েশনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা হলেন, সিনিয়র সাংবাদিক ইউরো ভিশন নিউজ এর সম্পাদক মান্নান আজাদ, বিসিএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন, সোলিদারিতে আজি ফ্রঁন্স এর পরিচালক নয়ন এনকে, স্তা মেরীর কাউন্সিলর ও ওফিওরা এর পরিচালক কৌশিক রাব্বানী খান, সামাজিক সংস্থা আইছার পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ,
হোসেন, সিনিয়র সাংবাদিক এবং এসোসিয়েশনের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ মাহবুব হোসেন, সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান, এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, এইড পয়েন্ট এর পরিচালক ফয়সাল মাহমুদ, এক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী, এক্টিভিস্ট আজিমুল হক খান, এক্টিভিস্ট খালেদ মাহমুদ, বিসিএফ এর সাধারন সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক নজমুল কবির, টাইম টিভির ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, দেশ সার্ভিস এর পরিচালক শাহজাহান আহমেদ, আদাফ এর পরিচালক ওয়াদুদ তানভীর, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক নাজমুল হাসান রাজু, সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ইয়াসির আরাফাত, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী আকিব ইশতিয়াক, আলী হোসেন প্রমুখ।
তরুণ সাংবাদিক সাইফুল ইসলাম রনির পবিত্র কুরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিক উল্লাহ আশিক আহমের এর সদ্য অকালপ্রয়াত বোন এবং সম্প্রতি প্রয়াত মায়ের রুহের মাগফেরাতের জন্য মোনসজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ।
পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফ্রান্স টুয়েন্টি ফোর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ এবং বাংলাদেশ প্রতিদিন এর ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল।