বিশ্বের প্রভাবশালী মানবাধিকার সংগঠন ” অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ” বিভিন্ন ঘটনায় ও প্রতি বছর তাদের দেওয়া রিপোর্ট সকল সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন ও সংগঠনটির বিবৃতিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকেন। প্রভাবশালী এই মানবাধিকার সংগঠন সদস্যপদ পেলেন বাংলাদেশের শিশুদের নিয়ে কাজ করে দ্রুত আলোচনা শীর্ষে উঠে আসা আরিফ রহমান শিবলী।দক্ষিন এশীয় অঞ্চলের শিশু গণমাধ্যম প্রতিষ্ঠান ‘কিডস মিডিয়ার ‘ এই নির্বাহী প্রধান ও শিশু মানবাধিকারকর্মী বলেন,এইটা শুধু আমার জন্য নয় আমার দেশের সকল শিশু’র জন্য আনন্দের সংবাদ।আমি সবসময় ই আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে বাংলাদেশের শিশু’রা কতটা বঞ্চিত, অবহেলিত,নিপীড়ন স্বীকার তাই তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মহলে।ভালো লাগছে সারাবিশ্বে প্রতিষ্ঠিত আলোচিত এই
আন্তর্জাতিক সংগঠনের সাথে কাজ করতে পারবো বলে।আমার দেশের শিশুদের অবস্থান বহিঃবিশ্বের কাছে তুলে ধরতে অবশ্যই কাজে দিবে। উল্লেখ্য, বাংলাদেশের অসামাজিক সাইটগুলো বন্ধের পিছনের নায়ক বলা হয় আরিফ কে। আরিফের সহায়তায় সতেরো জন অসচ্ছল শিক্ষার্থী পড়াশোনা আবার শুরু করেছে।বাল্যবিবাহ বন্ধ হয়েছে আরিফের হাত ধরে এগারোটি।বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম মনিটরিং করে, দেশের শিশুদের বিভিন্ন সমস্যা,সম্ভাবনা আইনী সহায়তা দিতে আরিফ কথা বলেন আইনশৃঙ্খলা বাহিনী,সংসদ সদস্য সহ সরকারের বিভিন্ন শ্রেনীর অফিসারদের সাথে। নারায়ণগঞ্জ শিকল দিয়ে বাধা শিশুকে উদ্ধার তাকে পুরো দেশে আলোচনায় আবারো নিয়ে আসে। বাংলাদেশে সালিশের নামে শিশু অত্যাচার বন্ধ করতে আরিফের করা অনলাইন প্রচারনা আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলে।আরিফকে সমর্থন দিয়ে ভিডিও পোস্ট করেন নাইজেরিয়া, সেনেগাল খেলোয়াড়, চেক রিপাবলিক নেতা সহ বিভিন্ন দেশের নাগরিকগন।