বিশ্বকাপ থেকে লিওনেল মেসিরা বিদায় নিয়েছে শেষ ষোলতেই। কিন্তু রাশিয়ার বিশ্বকাপের ফাইনালে ঠিকই থাকবে আর্জেন্টিনা। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার রোববারে ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন একজন আর্জেন্টাইন রেফারি। নাম নেস্টর পিতানা। এছাড়া দুই অ্যাসিস্টেন্ট রেফারি হেরমান মাইদানা ও জোয়ান বেলাত্তিও আর্জেন্টিনার নাগরিক। বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করে ফিফা।
চলতি বিশ্বকাপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ৪৩ বছর বয়সী পিতানা। আসরের উদ্বোধনী ম্যাচ ছাড়াও শেষ ষোলতে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ও কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-উরুগুয়ের ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
এ নিয়ে টানা দুইবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টাইন রেফারির অধীনে খেলবে ফরাসিরা। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচ পরিচালনা করেছিলেন আর্জেন্টিনার রেফারি হেক্টর এলিজোন্দো। ইতালির বিপক্ষে ওই ফাইনালে টাই ব্রেকারে হেরে যায় লা ব্লুজরা। ওই ম্যাচটি ছিল ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের শেষ ম্যাচ। ওই ম্যাচেই ইতালির মার্কো মাতিরাজ্জিকে ‘ঢুস’ মেরে লাল কার্ড দেখেন জিদান