মিনহাজ হোসেন ইতালীঃ মহিলা সংস্থা ইতালীর সিনিয়র সহ সভাপতি ও চ্যানেল এস ফোরাম ইতালীর মহিলা সম্পাদিকা সানজিদা আহমেদ ববি’র জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ধুমকেতু সোসালের কর্ণধার ও বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু , বৃহত্তর ঢাকা সমিতি ইতালীর সকল নেতৃবৃন্দ,জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালী, বৃহত্তর সিলেট যুব সংঘ রোম ইতালী, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালী,মহিলা সংস্থা ইতালির সকল নেতৃবৃন্দ সহ আরো বিভিন্ন রাজনৈতিক সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সকলের উপস্থিতিতে ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমন্ত্রিত অথিতিরা সানজিদা আহমেদ ববির জন্মদিনের কেক কাটেন। এসময় ববির সহপাঠীরা ও অনুষ্ঠান আয়োজনকারী সংশ্লিষ্টদের বিপুল উৎসাহ-উদ্দীপনা, আনন্দ-স্ফূর্তির বহিঃপ্রকাশ দেখা যায়। সাড়ম্বর উদযাপন ছাড়াও জন্দিন উপলক্ষে অনেকেই সানজিদা আহমেদ ববি’র উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং আগামীতে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে প্রবাসে মানুষের সহযোগিতায় থাকার আহবান জানান এবং সকলেই তাকে ফুল দিয়ে বরণ করে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরিশেষে সানজিদা আহমেদ ববি বলেন আজ আমার জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি,আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই আয়োজন করেছেন আমার প্রাণ প্রিয় বান্ধবী মৌসুমী মৃধা সহ সকলকে।এবং অনুষ্ঠান শুরু থেকে খাবার পরিবেশন করলেও শেষ পর্যন্ত খাবার পরিবেশনের মাধ্যমে ও অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।