ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রোর জনপ্রিয়তা আরো হ্রাস পেয়েছে। চলতি মাসে তার জনপ্রিয়তা ৬ শতাংশ হ্রাস পেয়ে ৪৪ শতাংশে এসে ঠেকেছে। একই সাথে তার প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপের জনপ্রিয়তাও ৩ শতাংশ হ্রাস পেয়ে ৪৬ শতাংশে নেমে এসেছে। রবিবার ফ্রান্সের জোখনাল দ্য দিমশে প্রকাশিত এক জনমত জরীপে এ তথ্য উঠে এসেছে। জরীপে অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন ছিল, ফ্রান্সের প্রেসিডেন্ট হিসাবে ইমানুয়েল ম্যাক্রোর উপর আপনি সন্তষ্ট না অসন্তুষ্ট। উত্তরদাতাদের ৪৪ শতাংশ তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন, যাদের ৫ শতাংশ খুব সন্তুষ্ট ৩৯ শতাংশ মোটামুটি সন্তষ্ট।পক্ষান্তরে জরীপে অংশ নেয়া ৫৫ শতাংশ প্রেসিডেন্টের কার্যক্রমে তাদের অসন্তুষ্টির কথা বলেছেন, যাদের ২১ শতাংশ খুব অসন্তুষ্ট আবার ৩৪ শতাংশ মোটামুটি অসন্তুষ্ট বলে মত দিয়েছেন। আর শতাংশ কোন মতামত দেননি।
জরীপটি অনলাইন ও সরাসরি টেলিফোনের মাধ্যমে ৯ থেকে ১৭ ফেব্রুয়ারীর মধ্যে ১৮ বছরের উপরে মোট প্রায় ২ হাজার মানুষের উপর এ জরীপ পরিচালিত হয়।