মিনহাজ হোসেন ইতালীঃ সিলেটের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ফারুক আহমেদের মৃত্যুতে জালালাবাদ কল্যান সংঘ, ইতালী গভীর শোক প্রকাশ করেছে।
জালালাবাদ কল্যান সংঘের সভাপতি অলিউদ্দিন শামীম, বৃহত্তর সিলেট, ইতালীর সাধারন সম্পাদক আহাম্মদ ফারুক লিপু এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
শুক্রবার মসজিদে উম্মাহ্ Via Capua4 (তরপিনাত্তারা) মরহুমের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে উক্ত দোয়া মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসংগত, সিলেটের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ফারুক আহমেদ হৃদরোগে অাক্রান্ত হয়ে গত
শনি বার ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ফারুক ইতালী প্রবাসী মাসিক প্রবাস কন্ঠের সম্পাদক এবং বাংলাদেশ সমিতি-ইতালীর তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক মিনহাজ হোসেনের ভগ্নিপতি।