চলমান কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানানোর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও তাদের উপর বর্বরোচিত নির্যাতন বন্ধের দাবীতে ফ্রান্সের তুলুজ শহরের প্রান কেন্দ্রে সাবেক ছাত্র-সমাজের সমন্বয়ে আয়োজিত হয় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি।
এতে বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
তাদের হাতে ছিল বিভিন্ন লেখাসম্বলিত প্লেকার্ড ফেস্টুন
এ সময় সাবেক ছাত্রনেতা তারেক আহমদ তাজ এবং আমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাইনুল হাসান,প্রবীন মুরব্বী মোতালিব মিয়া.ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান
রুখসানা রউফ.
এবং সাবেক ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম,আজিজুর রহমান.বকুল মিয়া.আবু সাঈদ.মাহিয়া বুসরা.শাহিনুর আলম.জাহেদ হোসেন.রকি কস্তা.সুমাইয়া কাজী,
রুহেল আহমেদ.ইসলাম আজাদ.হোসাইন সামাদ.জোবায়ের আহমেদ.হাসিবুল আহসান.নুরুল ইসলাম.শাকিল আহমেদ,ফজলে এলাহী সুজন.সাইফুর রহমান.রাজু আহমেদ.খাইরুল ইসলাম.কামরুল ইসলাম.আবু তাহের রেদয়োন.নাহিদ.ফরহাদ.
ব্লগার রেহানা রাখি প্রমুখ।
এ সময় বক্তারা অনতি বিলম্বে ছাত্রদের ন্যায্য দাবী মেনে নিয়ে তাদের
উপর নির্যাতন নিপীড়ন বন্ধের জোড় দাবি জানান.
পাশাপাশি কোটা আন্দোলনে নিহত ও আহতদের ক্ষতিপুরণের দাবী জানানো
তুলুজে এই প্রথম বারের মতো পাবলিক প্লাসে খুব অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যাক জন সাধারনের উপস্তিতে মানব বন্ধন সফল করার জন্য সাবেক ছাত্র সমাজের পক্ষ থেকে তুলুজবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।